বিশ্বকাপে সেমিফাইনালে খেলার লক্ষ্য নিয়ে গিয়েছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জিতে শুরুটাও করেছিল দারুণ কিন্তু এরপরই টাইগাররা দেখেছে মুদ্রার উল্টো পিঠ। সব মিলিয়ে দুই জয় ও সাত হারে পয়েন্ট টেবিলের আটে থেকে টুর্নামেন্ট শেষ করেছে বাংলাদেশ।
এত না পাওয়ার মিছিলেও কিছুটা স্বস্তি পেতে পারে টাইগাররা। খেলার মাঠে তেমন প্রাপ্তি না থাকলেও মাঠের বাইরে লাভবান হলো বাংলাদেশ দল। কারণ, বিশ্বকাপ থেকে প্রায় দুই কোটি টাকা পাচ্ছে টাইগারর।
এবারের টুর্নামেন্টে প্রথম পর্ব শেষে দলগুলোর মধ্যে অর্থ বণ্টনের হিসাবটা এ রকম—প্রতিটি ম্যাচ জয়ের জন্য দলগুলো পাবে ৪০ হাজার মার্কিন ডলার। আর প্রথম পর্বে খেলার জন্য সব মিলিয়ে পাবে এক লাখ মার্কিন ডলার।
বাংলাদেশ প্রথম পর্বে আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জিতেছে। এই দুই জয়ের জন্য ৪০ হাজার করে মোট ৮০ হাজার ডলার পাবে সাকিব আল হাসানের দল। এর সঙ্গে প্রথম পর্বে অংশ নেওয়ার জন্য বাড়তি এক লাখ ডলার। সব মিলিয়ে বাংলাদেশ পাচ্ছে ১ লাখ ৮০ হাজার ডলার।
বাংলাদেশি মুদ্রায় টাইগাররা এবারের বিশ্বকাপ থেকে পাচ্ছে প্রায় ২ কোটি টাকা (১ কোটি ৯৭ লাখ ৭৩ হাজার টাকা)।
টাইগাররা সেমিফাইনালে খেলতে পারলে টাকার অঙ্কটা আরও বাড়ত নিশ্চিত। বাংলাদেশ দল আফসোস করতেই পারে, নেদারল্যান্ডসকে হারাতে পারলেও আরও ৪০ হাজার ডলার যোগ হতো।