সবশেষ ওয়ানডে বিশ্বকাপে ভালো করতে পারেনি বাংলাদেশ। টুর্নামেন্টটা মনের মতো করে রাঙাতে পারেননি জাতীয় দলের বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। যে কয়েকটি ম্যাচে সুযোগ পেয়েছিলেন নিজের জাত চেনাতে পারেননি তিনি। উইকেট শুন্য থেকেই বিশ্বকাপ শেষ করেছেন নাসুম। যে কারণে অনুশোচনায় পুড়ছেন সিলেটের এই স্পিনার।
‘অলরাউন্ডার’-কে দেওয়া সাক্ষাৎকারে বিশ্বকাপে ভালো করতে না পারার বিষয়ে নাসুম বলেছেন, “যে আশা নিয়ে গেছিলাম, ওই আশা মতো কিছু করতে পারি নাই। নিজের মধ্যে অনেক খারাপ লাগতেছে”
বিশ্বকাপে ৩ ম্যাচে সুযোগ পেয়ে কোনো উইকেট নিতে না পারলেও ব্যাট হাতে করেছিলেন ৩৮ রান। তার আগে এশিয়া কাপেও ভারতের বিপক্ষে ৪৪ রানের একটি ইনিংস খেলেছিলৈন নাসুম। শেষ পর্যন্ত টুর্নামেন্টে রোহিত শর্মার দলকে হারায় বাংলাদেশ। সেই ইনিংস নিয়েও ‘অলরাউন্ডরের’ সাথে কথা বলেছেন নাসুম।

তিনি বলেন, “জাদেজা আর অক্ষর প্যাটেল দুইদিক দিয়েই স্পিন করতেছিল। তাই বাঁহাতি স্পিনারকে সামলানোর জন্য আমাকে পাঠানো হয়েছিল। যেহেতু আমি লেফটি ব্যাটিং করি। আমার কাছে মনে হয়েছিল যে, আমি কেনো ওদেরকে ইজিলি ছেড়ে দিবো। ওই কারণে ওদেরকে অ্যাটাক করি। তো আমি সাকসেস হয়ে গেছি। সবাই বলতেছিলো আমার ৫০ এর কথা বলতেছিলো। সত্যি কথা বলতে, ওইটা আমি আমার জন্য খেলি নাই। মাঠের মধ্যেও মাহেদীকেও বলছিলাম আমার কপালে থাকলে ৫০ হবে”
নাসুম জেনুইন স্পিনার হলেও ব্যাটিং করার বিষয়টিকে প্লাস পয়েন্ট হিসেবে দেখছেন। বিশ্বকাপ থেকে ফিরে এনসিএলেও নিজের ব্যাটিং প্রতিভার জানান দিয়েছেন তিনি। রংপুরের বিপক্ষে দুই ইনিংসে ৭১ ও ৩২* রান করেছিলেন তিনি। সেই সাথে নিজের যে মেইন কাজ সেটিও করেছিলেন ঠিক মতোই। দুই ইনিংস মিলিয়ে উইকেট নিয়েছিলেন ৭টি।