চলতি বিশ্বকাপ মোটেও ভালো যাচ্ছে না শ্রীলঙ্কার। ইনজুরিতে দল থেকে ছিটকে গেছেন গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড় দুশমন্থ চামিরা এবং দানুশকা গুনাথিলাকা। অলরাউন্ডার গুনাথিলাকার রিপ্লেসমেন্টে দলের সঙ্গে যোগ দেবেন ব্যাটার অশেন বানদারা । অন্যদিকে, লঙ্কান পেইসার কাসুন রাজিথা দলে যোগ দেবেন দুশমন্থ চামিরার রিপ্লেসমেন্টে।

এর আগে বিশ্বকাপের শুরুতেই হোঁচট খায় এশিয়ার চ্যাম্পিয়ন দলটি, নামিবিয়ার সাথে হেরে ঘটায় অঘটন। এরপর যেন ইনজুরি দলটির নিত্যদিনের সঙ্গী। অলরাউন্ডার গুনাথিলাকা ছিটকে যান হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে; পায়ের ইনজুরির কবলে পড়েন পেস বোলার দুশমন্থ চামিরা।

অন্যদিকে, বাংলাদেশ দলেও ছিল ইনজুরির শঙ্কা। টাইগার ব্যাটার লিটন দাশ পায়ের ইনজুরির শঙ্কায় খেলেননি দুটি প্র্যাকটিস ম্যাচ। বর্তমানে পুরো ফিট হলেও স্প্রিন্ট বা অনেক জোরে দৌঁড়ানোর সময় একটু অস্বস্থি দেখা যাচ্ছে তার ডান পায়ের উরুতে। যেটা আগামী দুই এক দিনে ঠিক হয়ে যাবে এমনটাই আশা করা হচ্ছে।