বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে এসে জয়ের দেখা পেল শ্রীলঙ্কা। নেদারল্যান্ডসের দেওয়া ২৬৩ রানের লক্ষ্য তাড়া টপকে গেছে ৫ উইকেট হাতে রেখেই। অপরাজিত ৯১ রান করে লঙ্কানদের জয়ের নায়ক সাদিরা সামারাবিক্রমা।
অথচ ১৮ রানের মধ্যেই প্রথম উইকেট হারিয়েছিল কুশল মেন্ডিসের দল। ৮ বলে ৫ রান করা কুশল পেরেরা ও ১৭ বলে ১১ রান করা কুশল মেন্ডিসকে ফিরিয়ে আরও একটি জয়ের স্বপ্ন দেখছিল ডাচরা। কিন্তু, তাদের সেই স্বপ্নে জল ঢেলে দেন পাথুম নিশাঙ্কা ও সাদিরা সামারাবিক্রমা জুটি। ৪০ বলে ৫২ রানের জুটি গড়েন তারা।
৫২ বলে ৯ বাউন্ডারিতে ৫৪ রান করে পল ভ্যান মিকেরেনের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন নিশাঙ্কা। এরপর চারিথ আসালাঙ্কাকে নিয়ে সামারাবিক্রমা গড়েছেন ৯৯ বলে ৭৭ রানের জুটি। ফিফটি মিসের হতাশা নিয়ে ফিরেছেন আসালাঙ্কা। তবে দলের জয় নিয়েই মাঠ ছেড়েছেন সামারাবিক্রমা।
এর আগে লোগান ফন বেক ও সায়ব্র্যান্ড এঙ্গেলব্রেখটের ফিফটিতে ২৬২ রানের সংগ্রহ পেয়েছে নেদারল্যান্ডস। ৯১ রানের মধ্যে ছয় উইকেট হারিয়ে অল্পতেই অলআউট হয়ে যাওয়ার শঙ্কা জেগেছিল স্কট এডওয়ার্ডসের দলের।
তবে এরপরই ফন বেক-এঙ্গেলব্রেখট জুটি ম্যাচে ফিরিয়েছে নেদারল্যান্ডসকে। শুরুতে লঙ্কান বোলারদের দারুণভাবে সামাল দিয়েছেন তারা। উইকেটে থিতু হতে সময় নিয়েছেন। এরপর সময় যত গড়িয়েছে রান বাড়ানোর দিকে নজর দিয়েছেন ফন বেক-এঙ্গেলব্রেখট। দুজনে মিলে গড়েন ১৪৩ বলে ১৩০ রানের জুটি। যেই জুটি ডাচদের লড়াকু সংগ্রহের পথে দারুণ ভুমিকা রেখেছে। ৬৫ বলে ফিফটি তুলে নেন এঙ্গেলব্রেখট। ৮২ বলে ৪ বাউন্ডারি ও ১ ছক্কায় ৭০ রান করা এঙ্গেলব্রেখটকে প্যাভিলিয়নে ফিরিয়ে সেই জুটি ভেঙ্গেছেন দিলশান মাদুশঙ্কা।
এরপর একাই লড়েছেন ফন বেক। কাসুন রাজিথার বলে চারিথ আসালাঙ্কাকে ক্যাচ দেওয়ার আগে করেছেন ৭৫ বলে ১ বাউন্ডারি ও ১ ছক্কায় ৫৯ রান।