বিশ্বকাপ থেকে ইনজুরির কারণে ছিটকে গেছেন সাকিব আল হাসান। তবে টাইগার অধিনায়কের পরিবর্তে সুযোগ পেয়েছেন এনামুল হক বিজয়। উইকেট কিপার এই ব্যাটারের সুযোগ পাওয়ার বিষয়টি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সবশেষ এশিয়া কাপে বাংলাদেশের জার্সিতে খেলেছেন বিজয়। তখনও লিটন কুমার দাশ জ্বরে আক্রান্ত হওয়ায় সুযোগ পেয়েছিলেন তিনি। এবার খেলবেন সাকিবের পরিবর্তে। তবে বিজয় খেলার সুযোগ পাচ্ছেন না বেশি, টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়া বাংলাদেশের হাতে রয়েছে আর মাত্র এক ম্যাচ।
শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ ম্যাচে চোট পান সাকিব। সেই ম্যাচে অলরাউন্ড পারফর্ম্যান্স করে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন টাইগার অধিনায়ক। বল হাতে দুই উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাটিংয়ে খেলেন ৬৫ বলে ৮২ রানের দুর্দান্ত ইনিংস। তাতেই তিন উইকেটের জয় পায় বাংলাদেশ।
টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচে আগামী ১১ নভেম্বর মাঠে নামবে বাংলাদেশ।