১২ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার

বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর করেছে সাউথ আফ্রিকা

- Advertisement -

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে এক অভিনব রেকর্ড করেছে সাউথ আফ্রিকা। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৫০ ওভার শেষে তাদের সংগ্রহ ৫ উইকেটে ৪২৮ রান, যা বিশ্বকাপ ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ১০ রানে ওপেনার টেম্বা বাভুমার উইকেট হারায় সাউথ আফ্রিকা। তবে এরপরই শুরু হয় তাদের ব্যাটারদের তান্ডব। আরেক ওপেনার কুইন্টন ডি কক এবং ব্যাটার রাসি ফন ডার ডুসেনের অতি আক্রমণাত্মক সেঞ্চুরির উপর ভিত্তি করে একটি বিশাল সংগ্রহের ভীত গড়ে সাউথ আফ্রিকা। ডি কক করেন ৮৪ বলে ১০০ এবং ফন ডার ডুসেন খেলেন ১১০ বলে ১০৮ রানের ইনিংস। তবে এরপর সেঞ্চুরি করেন আরেক ব্যাটার এইডেন মার্করাম, খেলেন ৫৪ বলে ১০৬ রানের এক অবিশ্বাস্য ইনিংস।

শেষের দিকে হেনরিখ ক্লাসেনের ২০ বলে ৩২ এবং ডেভিড মিলারের অপরাজিত ২১ বলে ৩৯ রানের ক্যামিও উপর ভিত্তি করে ৪২৮ রানের অবিশ্বাস্য সংগ্রহ পায় সাউথ আফ্রিকা।

শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ দুই উইকেট নিয়েছেন বাঁহাতি পেসার দিলশান মাদুশাঙ্কা।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img