ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ হারের পর বাংলাদেশে এসেও সিরিজ হেরেছে অস্ট্রেলিয়া। তবে এই দুই সফরের দলে ছিলেন না অস্ট্রেলিয়ার নিয়মিত স্কোয়াডের সাত-আটজন। যদিও অতীত ব্যর্থতা পেছনে ফেলে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের সক্ষমতা অস্ট্রেলিয়ার আছে বলে মনে করেন দেশটির সাবেক ক্রিকেটার রিকি পন্টিং।
Josh Inglis' good form has been rewarded and Chairman of Selectors George Bailey is a big fan of the Perth Scorchers' wicketkeeper #T20WorldCup pic.twitter.com/GLBwDHHmiH
— cricket.com.au (@cricketcomau) August 19, 2021
বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। যে দলে ফিরেছেন বিশ্রাম এবং চোটের কারণে দলের বাইরে থাকা ক্রিকেটাররা। নতুন মুখ জশ ইংলিস। মূলত এই উইকেটকিপার ব্যাটসম্যানের দলে সুযোগ পাওয়া নিয়েই উচ্ছ্বসিত পন্টিং।
“ইংলিসকে স্কোয়াডে সুযোগ পেতে দেখে খুব ভালো লাগছে, সে রানের পর রান করছে। সামগ্রিকভাবে, আমি মনে করি দারুণ সব খেলোয়াড়দের সমন্বয়ে গড়া এই দল বিশ্বকাপ জিততে সক্ষম”- পন্টিং
অভিজ্ঞতা এবং তারুন্যের মিশেলে অস্ট্রেলিয়া দলটা মোটেই ফেলে দেওয়ার মতো না। যেহেতু আইসিসি ইভেন্ট সেহেতু উইকেট স্পোর্টিং হওয়ার সম্ভাবনাই বেশী। সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যের গরম ছাড়া অজিদের হয়তো তেমন কিছুই ভোগাবে না।
অস্ট্রেলিয়া দল:
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শ, ম্যাথু ওয়েড, অ্যাস্টন অ্যাগার, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, কেন রিচার্ডসন, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড, মার্কাস স্টয়নিস, মিচেল সোয়েপসন এবং জশ ইংলিস।
অতিরিক্ত খেলোয়াড়: ড্যান ক্রিশ্চিয়ান, নাথান এলিস, ড্যানিয়েল সামস।