২৭ জুলাই ২০২৪, শনিবার

বিশ্বকাপ থেকেই বাদ মাইকেল গফ

- Advertisement -

ছয়দিনের জন্য নিষিদ্ধ হওয়া ইংলিশ আম্পায়ার মাইকেল গফ এবার বাদ পড়লেন পুরো টুর্নামেন্ট থেকেই। করোনা টেস্ট শেষে মাঠে ফেরার কথা থাকলেও অন্যান্য কর্মচারীদের সুরক্ষার কথা ভেবে তাঁকে বিশ্বকাপের আম্পায়ার প্যানেল থেকে বাদ দিয়েছে আইসিসি। বুধবার আইসিসি তরফ থেকে এমন সিদ্ধান্তই জানানো হয়েছে।

“তিনি জৈব-সুরক্ষা বলয় ভেঙেছেন। গত দুই বছর বায়ো-বাবলের মধ্যে থাকা বাদবাকি কর্মীদের স্বাস্থ্য-সুরক্ষার কথা মাথায় রেখে বিশ্বকাপে গফকে আম্পারিংয়ের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে”-গফকে আম্পারিং থেকে নিষিদ্ধ করা প্রসঙ্গে বলছিলেন আইসিসির এক কর্মকর্তা

এর আগে সিদ্ধান্ত নেয়া হয়েছিল যে, করোনা টেস্টে নেগেটিভ আসলে ছয় দিনের নিষেধাজ্ঞা কাটিয়ে আবুধাবিতে ৬ নভেম্বর অনুষ্ঠিত অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে থাকতে পারবেন এই ইংলিশম্যান। তবে গফের পরিবর্তে বাকি ম্যাচগুলোতে কে আম্পায়ারিং করবেন তা এখনো নিশ্চিত করেনি আইসিসি।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img