বাঁ উরুর চোটে পড়ে শ্রীলঙ্কার বিশ্বকাপ দল থেকে ছিটকে গেলেন পেসার লাহিরু কুমারা। সোমবার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে অনুশীলনের সময় চোট পান তিনি। লাহিরুর বদলে দলে ডাক পেয়েছেন দুষ্মন্ত চামিরা।
বিশ্বকাপে শ্রীলঙ্কার এটি তৃতীয় পরিবর্তন। এর আগে চোটের কারণে অধিনায়ক দাসুন শানাকা ও পেসার মাথিশা পাথিরানার বিশ্বকাপ শেষ হয়ে যায়। তাদের বদলে দলে ফিরেছেন চামিকা করুণারত্নে ও অ্যাঞ্জেলো ম্যাথুস।
ইংল্যান্ডের বিপক্ষে লঙ্কানদের জয়ের দুর্দান্ত বোলিং করেছিলেন কুমারা। জস বাটলার, লিয়াম লিভিংস্টোন ও বেন স্টোকসকে ফিরিয়েছিলেন তিনি। যার ফলস্বরুপ পেয়েছিলেন ম্যাচসেরার পুরস্কার। তবে এমন দারুণ ফর্মে থাকার পরেও চোটের কারণে বিশ্বকাপ শেষ হয়ে গেল তার।
লাহিরুর বদলে ফেরা চামিরাকে দলের সাথে স্ট্যান্ডবাই হিসেবে রেখেছিল টিম ম্যানেজমেন্ট। যার কারণে বাড়তি ঝামেলায় পড়তে হয়নি তাদের। চামিরা সর্বশেষ ওয়ানডে খেলেছেন চলতি বছরের জুনে, আফগানিস্তানের বিপক্ষে। ওয়ানডেতে চামিরা এখন পর্যন্ত ম্যাচ খেলেছেন ৪৪টি, উইকেট পেয়েছেন ৫০টি।