৯ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার

বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায়

- Advertisement -

পাকিস্তানের কাছে ৫ উইকেটে হেরে সেমিফাইনালে ওঠার আশা শেষ হয়ে গেল বাংলাদেশ দলের। টাইগারদের দেয়া ১২৮ রানের টার্গেট ৫ উইকেট ও ১১ বল হাতে রেখেই অনায়াসেই টপকে গেছে পাকিস্তান। সেই সাথে সেমিফাইনালও নিশ্চিত করেছে পাকিস্তান।

১২৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মোহাম্মদ হারিয়ের ১৮ বলে ৩১ এবং শান মাসুদের ১৪ বলে অপরাজিত ২৪ রানের ইনিংসে সহজেই নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় বাবর আজমের দল। এর চার ম্যাচে অফফর্মে থাকা মোহাম্মদ রিজওয়ানও ৩২ বলে ৩২ রানের ইনিংস খেলেছেন। বাংলাদেশের পক্ষে একটি করে উইকেট নিয়েছেন নাসুম আহমেদ, সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান এবং ইবাদত হোসেন।

এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে নাজমুল হোসেন শান্তর ৪৮ বলে ৫৪ এবং আফিফ হোসেনের ২০ বলে অপরাজিত ২৪ রানের ইনিংসে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশ তোলে ১২৭ রান। পাকিস্তানের হয়ে ৪ উইকেট নেন শাহিন আফ্রিদি।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img