১২ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার

বিশ্বকাপ দলে রিয়াদ

- Advertisement -

অবশেষে নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেখানে জায়গা পাননি দেশসেরা ব্যাটার তামিম ইকবাল। তবে এই স্কোয়াডে রাখা হয়েছে অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদকে।

ফর্মহীনতার কারণে ইংল্যান্ড সিরিজের পর টাইগার দলে সুযোগ পাননি রিয়াদ। এমনকি সুযোগ পাননি সদ্য শেষ হওয়া এশিয়া কাপ খেলারও। যার ফলে রিয়াদ ভক্তরা পড়ে গিয়েছিলেন শঙ্কায়, অনেকে হয়ত তাঁর আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারেরও শেষ দেখে ফেলেছিলেন। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ডাক পেয়েছেন। দুই ইনিংস মিলিয়ে করেছেন ৬৯ রান। যার ফলে নিজের জায়গাটাও পাকা করে ফেললেন বিশ্বকাপ স্কোয়াডে।  কিন্তু বাংলায় একটা প্রবাদ আছে, “রাখে আল্লাহ, মারে কে?” এবার যেন সেই প্রবাদেরই একটা জ্বলজন্ত নমুনা দেখলো দেশের ক্রিকেটপাড়া।

যেই রিয়াদ ছিলেন না বিশ্বকাপের পরিকল্পনাতেই, সেই রিয়াদই এবার বিমান ধরবেন বিশ্বকাপের জন্য।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img