সবশেষ ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে হেরে শিরোপা জিততে পারেনি ভারত। অথচ টুর্নামেন্টে টানা দশ ম্যাচ জিতে তৃতীয় শিরোপা ঘরে তোলার দারুণ সম্ভাবনা জাগিয়েছিল রোহিত শর্মা-বিরাট কোহলিরা। ফাইনালে ট্রাভিস হেডের দুর্দান্ত শতকে স্বপ্নভঙ্গ হয় স্বাগতিকদের। সেই হার হজম করা কঠিন বলে মন্তব্য করেছেন ভারতের অধিনায়ক রোহিত।
মুম্বাই ইন্ডিয়ান্সের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে রোহিত বলেন, “হারের শোক সামলে কীভাবে মূলস্রোতে ফেরা সম্ভব, তা আমার জানা নেই। কী করব, সেটাও বুঝতে পারিনি। আমার পরিবার এবং বন্ধুরা আমাকে সাহায্য করেছিল এগিয়ে চলার জন্য। সব কিছু হালকা করার চেষ্টা করে গিয়েছে। সেই হার হজম করা খুব কঠিন ছিল। জীবন এগিয়ে চলে, এগিয়ে যেতে হয়। সত্যি কথা বলতে কী, এগিয়ে চলা মোটেও সহজ ছিল না।“
বিশ্বকাপের জন্যই ভারত দল কঠোর পরিশ্রম করেছে। পুরো টুর্নামেন্ট জুড়ে ভালো খেলেও যদি শিরোপা না জেতা যায়, তাহলে হতাশই হতে হয় বলে মনে করেন রোহিত।

“৫০ ওভারের বিশ্বকাপ দেখে বেড়ে উঠেছি। আমার মতে চ্যাম্পিয়ন হলে সেরা পুরস্কার পেতাম। বিশ্বকাপের জন্যই এতগুলো বছর পরিশ্রম করেছি আমরা। কিন্তু শেষ মুহূর্তে যদি সাফল্য পাওয়া না যায়, তাহলে হতাশই হতে হয়”– বলছিলেন রোহিত
ফাইনালের আগ পর্যন্ত পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষকে কোনো পাত্তাই দেয়নি ভারত। রীতিমত দাপটের সাথে জিতেছে মোহাম্মদ শামি-জাসপ্রিত বুমরাহরা। ফাইনালে কি এমন ভুল হলো যে, ভারত বিশ্বকাপ জিততে পারলো না এমন প্রশ্ন ক্রিকেট বিশ্লেষক ও সমর্থকদের মনে। তবে রোহিত মনে করেন, কোনো ম্যাচই নিখুঁত হয় না। প্রতিটি ম্যাচে কিছু না কিছু ভুল হয়।
রোহিত বলেন, “আমাদের তরফ থেকে যা করার, সেটাই করেছি। যদি কেউ প্রশ্ন করেন, কোথায় ভুল হয়ে গেল, তাহলে বলব, আমরা ১০টি ম্যাচ টানা জিতেছিলাম। ১০টি ম্যাচে ভুল যে করিনি তা নয়। প্রতিটি ম্যাচেই কিছু না কিছু ভুল হয়। নিখুঁত ম্যাচ বলে কিছু হয় না।”