২৭ জুলাই ২০২৪, শনিবার

বিশ্বকাপ বাছাইপর্বে, বিশ্বচ্যাম্পিয়নদের সহজ জয়

- Advertisement -

বিশ্বকাপ বাছাইপর্বে বিশ্বচ্যাম্পিয়নদের জয়ের ধারা অব্যাহত আছে। প্রথম ম্যাচের পর নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে জার্মানি, ইতালি ও ইংল্যান্ড।

রোববার রাতে ‘জে’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে রোমানিয়াকে ১-০ গোলে হারিয়েছে জার্মানি। ম্যাচের একমাত্র গোলটি করেছেন সার্জ গ্যানাব্রি। রোমানিয়ার মাঠে ম্যাচের ১৭ মিনিটে, প্রায় ৭ গজ দূর থেকে শট নিয়ে বল জালে জড়ান বায়ার্ন মিউনিখ তারকা।

২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ২ ম্যাচ খেলে সমান ৬ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে আর্মেনিয়া। বুধবার গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে মেসিডোনিয়ার মুখোমুখি হবে জার্মানরা, রোমানিয়ার প্রতিপক্ষ আর্মেনিয়া।

 

জার্মানির জয়ের দিন জয় পেয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালিও। দারুণ ছন্দে থাকা দলটি বুলগেরিয়াকে হারিয়ে বিশ্বকাপ বাছাইপর্বে টানা দুই জয় নিশ্চিত করেছে।

বুলগেরিয়ার মাঠে রোববার ‘সি’ গ্রুপের ম্যাচে ২-০ গোলে জিতেছে রবার্তো মানচিনির দল। আন্দ্রেয়া বেলোত্তির গোলে লিড নেওয়ার পর ইতালির হয়ে ব্যবধান বাড়ান মানুয়েল লোকাতেল্লি।

এ নিয়ে টানা ২৪ ম্যাচে অপরাজিত ইতালি, ২০১৮ সালের সেপ্টেম্বরের পর আর কোন আন্তর্জাতিক ম্যাচ হারেনি আজ্জুরিরা। ২ ম্যাচে জিতে গ্রুপ ‘সি’ এর শীর্ষস্থান আরও মজবুত করলো গেলবার বিশ্বকাপ খেলতে না পারা দলটি। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে আছে সুইজারল্যান্ড। সবগুলো ম্যাচ হেরে টেবিলের তলায় বুলগেরিয়া। আগামী বুধবার নিজেদের তৃতীয় ম্যাচে ইতালির প্রতিপক্ষ লিথুয়ানিয়া।

 

আলবেনিয়াকে হারিয়ে জয়ের ধারা ধরে রেখেছে ইংল্যান্ড। বিশ্বকাপ বাছাইপর্বে ‘আই’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আলবেনিয়াকে ২-০ গোলে হারিয়েছে থ্রি লায়ন্স। প্রতিপক্ষের মাঠে একচেটিয়া রাজত্ব করে গোল দুটি করেন হ্যারি কেইন ও মেসন মাউন্ট।

আলবেনিয়ার বিপক্ষে গোল পেয়ে ইংল্যান্ডের হয়ে টানা ৬ ম্যাচ পর জাল খুঁজে পেলেন হ্যারি কেইন। গ্রেট ব্রিটেনের জার্সি গায়ে আন্তর্জাতিক অ্যাওয়ে ম্যাচে ২০ খেলায় ১৩ গোল ও ৯ অ্যাসিস্ট করলেন টটেনহ্যাম তারকা, সবমিলিয়ে ইংল্যান্ডের জার্সিতে হ্যারি কেইনের গোল সংখ্যা ৫২ ম্যাচে ৩৩।

ফ্র্যাঙ্ক ল্যাম্পারর্ডের পর চেলসির প্রথম ফুটবলার হিসেবে ইংল্যান্ডের জার্সিতে টানা তিন ম্যাচে গোল  করলেন মেসন মাউন্ট। এদিন ইংল্যান্ডের জার্সিতে প্রথম গোলকিপার হিসেবে প্রথম ছয়টি ম্যাচই কোন গোল হজম না করার রেকর্ড গড়েন নিক পোপ। বৃহস্পতিবার বিশ্বকাপ বাছাইপর্বে ইংল্যান্ডের প্রতিপক্ষ পোল্যান্ড।

 

প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও হোঁচট খেতে বসেছিল স্পেন। ম্যাচের নির্ধারিত সময় শেষ হয়েছিল এক একের সমতায়। তবে অতিরিক্ত সময়ে দানি ওলমোর গোলে দুর্বল জর্জিয়ার বিপক্ষে শেষ রক্ষা পেয়েছে লুইস এনরিকের দল।  ফিফা র‍্যাঙ্কিংয়ে ৮৯তম স্থানে থাকা জর্জিয়ার মাঠে জয় পেলেও স্পেনের পারফরম্যান্স আশানুরূপ ছিল না। র‍্যাঙ্কিংয়ের ছয় নম্বর দলটি পুরো ম্যাচে গোলে শট নিয়েছে ৯বার।

জর্জিয়ার মাঠে বিশ্বকাপ বাছাইপর্বের ‘বি’ গ্রুপের নিজেদের দ্বিতীয় ম্যাচে ২-১ গোলের জয় নিয়ে বাড়ি  ফিরেছে স্পেন। কেভারাৎস্কেলিয়ার গোলে স্বাগতিকরা এগিয়ে যাওয়ার পর ৫৬ মিনিটে স্পেনের হয়ে গোল করেন ফেরান তোরেস। অতিরিক্ত সময়ে সফরকারীদের হয়ে জয়সূচক গোলটি করেন দানি ওলমো। এ জয়ে ফুটবল বিশ্বকাপ বাছাইপর্বে রেকর্ড টানা ৬৫ ম্যাচ অপরাজিত স্পেন, সবশেষ তারা হেরেছিল ১৯৯৩ সালের ৩১ মার্চ, ডেনমার্কের বিরুদ্ধে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img