৪ ডিসেম্বর ২০২৪, বুধবার

বিশ্বকাপ বাছাইপর্ব; জামালদের প্রতিপক্ষ ভারত

- Advertisement -

২০২২ ফুটবল বিশ্বকাপ বাছাইপর্বে সোমবার ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি  দুদলের জন্য সমান গুরুত্বপূর্ণ । কাতারের দোহার জসিম বিন হামাদ স্টেডিয়ামে । আসলে এই ম্যাচ ২০২৩ এশিয়ান কাপের বাছাইয়ের অন্তর্ভুক্।   দক্ষিণ এশিয়ার প্রতিবেশি দুদলের লড়াই দেখতে চাইলে আপনাকে চোখ রাখতে হবে টিভি সেটের সামনে, ম্যাচের সময়টা মনে আছে তো? রাত ৮ টা।

এশিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ‘ই’ গ্রুপে আছে বাংলাদেশ।যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, ২০২২ বিশ্বকাপের আয়োজক এশিয়ান চ্যাম্পিয়ন কাতার, আফগানিস্তান ও ওমান। পাঁচ দলের মধ্যে পয়েন্ট তালিকায় বাংলাদেশ আছে একেবারে তলানীতে।

৬ ম্যাচ খেলে এখনও জয়হীন জামাল ভূঁইয়ারা। তাদের সম্বল মোটে ২পয়েন্ট। তবে ভারতের বিপক্ষে ম্যাচের আগে আত্মবিশ্বাসী হতেই পারেন জামাল-তপু-মতিনরা। গত ম্যাচেই পিছিয়ে পড়ে আফগানদের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে তারা। এছাড়া আছে  সল্টলেকে এই ভারতের বিপক্ষেই ড্র করে পাওয়া ১ পয়েন্ট। সমান ম্যাচে তিন ড্রতে ভারতের পয়েন্ট তিন।

ছবিঃ ইন্টারনেট
ছবিঃ ইন্টারনেট

গত ‍বৃহস্পতিবার আফগানিস্তানের বিপক্ষে ১-১ ড্র করে বাংলাদেশ। একই দিনে বিশ্বকাপের স্বাগতিক কাতারের কাছে ১-০ গোলে হারে ভারত। তাই একইদিনে মুদ্রার দুই পিঠ দেখা প্রতিবেশি দুই দলের লড়াইয়ে কারা বেশি আত্মবিশ্বাসী হয়ে মাঠে নামবে অনুমান করাই যায়।  শুধু বিশ্বকাপ বাছাই নয়, এই গ্রূপের সেরা তিনদল খেলবে ২০২৩ সালে অনুষ্ঠিত হওয়া এশিয়ান কাপেও। তাই এ ম্যাচে জয় পাওয়া বাংলাদেশের জন্য একান্ত জরুরী।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img