১৩ অক্টোবর ২০২৪, রবিবার

বিশ্বকাপ বাছাইয়ে রোনালদোর প্রথম গোল, লুক্সেমবার্গকে হারিয়ে গ্রুপ শীর্ষে পর্তুগাল

- Advertisement -

বিশ্বকাপ বাছাইয়ের তৃতীয় ম্যাচে এসে গোলের দেখা পেয়েছেন পর্তুগিজ স্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। পিছিয়ে পরেও পর্তুগাল ৩-১ ব্যবধানে হারিয়েছে লুক্সেমবার্গকে। ইউরোপীয় অঞ্চলের গ্রপ ‘এ’ তে সবার উপরে এখন পর্তুগিজরা। ৩ ম্যাচে তাদের পয়েন্ট ৭। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সার্বিয়া।

নিজেদের মাঠে বেশ আত্মবিশ্বাস নিয়ে খেলায় নামে লুক্সেমবার্গ। প্রথম ম্যাচে তারা হারিয়েছিল আয়ারল্যান্ডকে ১-০ গোলে। সেই ধারবাহিকতা ছিল পর্তুগালের বিপক্ষে ম্যাচের শুরুতেই। ৩০ মিনিটে লিড নেয় তারা রদ্রিগেসের গোলে। আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র গোলটিও করেছিলেন রদ্রিগেস।

পর্তুগাল সমতায় ফিরে প্রথমার্ধের ইনজুরি টাইমে। হেডে গোল করে সমতায় ফিরান দিয়েগো জোটা। দ্বিতীয়ার্ধের পাঁচ মিনিটের মধ্যেই স্কোরশিটে নাম উঠান রোনালদো। দুই ম্যাচ পর হতাশা কাটে জুভেন্টাস তারকার। আগের ম্যাচে সার্বিয়ার বিপক্ষে শেষ মূহুর্তে বিতর্কিত সিদ্ধান্তে বাতিল হয়েছিল রোনালদোর গোল, সেই আক্ষেপ এবার মিটালেন পরের ম্যাচেই। জাতীয় দলের হয়ে রোনালদোর গোল হলো ১০৩টি।

আরো দুটি আক্রমণে রোনালদো গোলের সম্ভাবনা তৈরী করেছিলেন। কিন্তু লুক্সেমবার্গ গোলরক্ষক অ্যন্তোনি মরিস জাল সুরক্ষিত রাখেন।

পর্তুগিজদের হয়ে তৃতীয় গোলটি করেন বদলি নামা জোয়াও পালিনিয়া। ৮০ মিনিটে নেতোর কর্নারে গোলপোস্টের কাছ থেকে হেডে জাতীয় দলের হয়ে নিজের প্রথম গোলটি করেন। শেষ সময়ে দশ জনের দল হয়ে পরে লুক্সেমবার্গ। নির্ধারিত সময়ের চার মিনিট বাকি থাকতে সানচেসকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন স্বাগতিক ডিফেন্ডার মাক্সি।

ইউরোপীয় অঞ্চলের অন্য ম্যাচে সার্বিয়া ২-১ গোলে হারিয়েছে আজারবাইজানকে, বেলিজিয়াম ৮-০ ব্যবধানে হারিয়েছে বেলারুশকে। এছাড়া জয় পেয়েছে নেদারল্যান্ডস, স্লোভাকিয়া এবং ওয়েলস।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img