১৫ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার

বিশ্বকাপ ব্যর্থতার কারণ খুঁজতে বিসিবির তিন সদস্যের কমিটি গঠন

- Advertisement -

২০০৩ সালের পর এবারের বিশ্বকাপেই সবচেয়ে বাজে পারফর্ম করেছে বাংলাদেশ। এই ব্যর্থতার কারণ খুঁজতে এবার এনায়েত হোসেন সিরাজের নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কমিটির বাকি দুই সদস্য মাহবুব আনাম ও আকরাম খান।

বিশ্বকাপে বড় লক্ষ্য নিয়ে গিয়েছিল বাংলাদেশ। তবে সমর্থকদের হতাশ করেছেন সাকিব আল হাসান-নাজমুল হোসেন শান্তরা। আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও পরে শুধু হতাশার গল্প লিখেছে টাইগাররা। নেদারল্যান্ডসের মতো পুচকে দলের কাছেও হেরেছে তারা।

বিশ্বকাপ ব্যর্থতার পর বাংলাদেশ দলে এসেছে আমূল পরিবর্তন। কোচ, মেন্টর থেকে শুরু করে সকল জায়গাতেই এসেছে পরিবর্তন। আর মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ ইনজুরিতে থাকায় নিউজিল্যান্ডের বিপক্ষেও তুলনামূলক তরুণ এক দল নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ, যাকে নেতৃত্ব দিচ্ছেন শান্ত।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img