১৬ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার

বিশ্বকাপ ব্যর্থতায় বরখাস্ত বিসিসিআইয়ের নির্বাচক কমিটি

- Advertisement -

নামেভারে বড় দল হলেও প্রায় এক যুগ ধরে আইসিসির কোনো বৈশ্বিক টুর্নামেন্টেই ট্রফি জিততে পারেনি ভারত পুরুষ ক্রিকেট দল। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপেও সেমিফাইনাল হেরে বিদায় নিতে হয়েছে। বড় আসরগুলোকে বারবার দলের এমন ভরাডুবিতে এবার টনক নড়েছে বিসিসিআইয়ের। বর্তমান নির্বাচক কমিটিকে বরখাস্ত করে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে তারা। নিজেদের ওয়েবসাইটে যোগ্য প্রার্থীদের আবেদন করতেও বলা হয়েছে।

 

বিভিন্ন সময়ই নির্বাচকদের দল নির্বাচন নিয়ে প্রশ্ন উঠছিল। ভারতীয় ক্রিকেট বোর্ডে প্রধান নির্বাচক হিসেবে চেতন শর্মাসহ মোট পাঁচজন নির্বাচক প্যানেলের দায়িত্বে রয়েছেন। তবে, আবে কুরুভিল্লার দায়িত্বের মেয়াদ আগেই শেষ হওয়ায় বর্তমানে দায়িত্ব পালন করছেন সুনিল জোশি, হরবিন্দর সিং, দেবাশিষ মোহান্তি এবং চেতন শর্মা।

বিশ্বকাপের মতো ইভেন্টে তরুণ পারফর্মার সাঞ্জু স্যামসন, ইশান কিশান, শুভমান গিলদের মতো খেলোয়াড় না নিয়ে শুধুমাত্র নামেভারে এগিয়ে থাকা অভিজ্ঞ ক্রিকেটার দিয়েই দল সাজানো নিয়েও সমালোচনা হয়েছে। অবশেষে, বিশ্বকাপ ব্যর্থতার জের ধরে পুরো নির্বাচক কমিটিতেই ছাটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে রজার বিনির বিসিসিআই। এমনকি, জাতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের ভবিষ্যৎ নিয়েও শঙ্কা আছে।

যদিও সরাসরি ছাটাইয়ের কথা বলা হয়নি, তারপরও বিসিসিআইয়ের নতুন নির্বাচক কমিটি গঠনের বিজ্ঞপ্তিতে সহজেই ব্যাপারটা উপলব্ধি করা যাচ্ছে। প্রার্থীর যোগ্যতা হিসাবে ভারতের হয়ে কমপক্ষে ৭টি টেস্ট ম্যাচ খেলা বা ৩০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা ১০টি এক দিনের ম্যাচ এবং ২০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা সাবেক ক্রিকেটারদের কাছ থেকে আবেদন চাওয়া হয়েছে। অন্তত ৫ বছর আগে অবসর নিয়েছেন এমন প্রার্থীরাই আবেদন করতে পারবেন। তবে, বোর্ডের কোনো ক্রিকেট কমিটিতে পাঁচ বছর কাটিয়েছেন, এরকম কেউই আবেদন করতে পারবেন না।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img