বিশ্বকাপে ব্যর্থ ফের শুক্রবার মাঠে নামছে ভারত, দলকে সামনে থেকে নেতৃত্ব দিবে হার্দিক পান্ডিয়া।
ঘোষনা করে হয়েছে ভারত-নিউজিল্যান্ডের সিরিজের পূর্ণাঙ্গ সূচিও। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে এক ঝাক তরুণ ভারতীয় দল খেলতে নামবে এই সিরিজে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পর ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজেও রয়েছে। উইকেট কিপার ব্যাটার ঋষভ পন্থ সহ অধিনায়ক হিসেবে দায়িত্ব সামলাবেন। দলে আছেন ঈশান কিষাণ, দীপক হুডা, হর্ষল পটেল, সঞ্জু স্যামসনের মত তরুণরা।
দেখে নেওয়া যাক টি-টি-টোয়েন্টির সময় সূচি –
প্রথম টি-টোয়েন্টি: নভেম্বর ১৮ (স্কাই স্টেডিয়াম, ওয়েলিংটন)
দ্বিতীয় টি-টোয়েন্টি: নভেম্বর ২০ (বে ওভাল, মাউন্ট মাউনগানুই)
তৃতীয় টি-টোয়েন্টি: নভেম্বর ২২ (ম্যাকলিন পার্ক, নেপিয়ার)
প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সাড়ে ১২ টায়।
এদিকে, ২ ফর্ম্যাটেই সাদা বলের সিরিজে ব্ল্যাক ক্যাপদের স্কোয়াড থেকে বাদ পডড়েছেন ট্রেন্ট বোল্ট ও মার্টিন গাপটিল। টি-টোয়েন্টি বিশ্বকাপে ওপেনিংয়ে ভালই করছিলেন তরুণ ওপেনার ফিন অ্যালেন তার জায়গা হয়েএক্সহে ভারত সিরিজে। অন্যদিকে ২০১৭ সালের পর কিউয়িদের ওয়ান ডে স্কোয়াডে জায়গা পেয়েছেন অ্যাডাম মিলনে।