জাকার্তায় চলমান বিশ্বকাপ শ্যুটিংয়ে মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে ষষ্ঠ হয়ে ফাইনালে উঠেছিলেন বাংলাদেশের মেয়ে কামরুন নাহার। আর এতেই গড়েছেন ইতিহাস। প্রথমবারের মতো কোনো বাংলাদেশী হয়ে বিশ্বকাপ শ্যুটিংয়ের ফাইনালে উঠেছেন তিনি। তবে ফাইনালটা তেমন ভালো হয়নি, আটজন ফাইনালিস্টের মধ্যে হয়েছেন অষ্টম।
এই ইভেন্টে অংশ নিয়েছে মোট ৫২টি দেশ। যেখানে রয়েছে পোল্যান্ড, ডেনমার্ক এবং অস্ট্রিয়ার মতো দেশ।
শনিবার ১০ মিটার এয়ার রাইফেলে বাছাইয়ে ষষ্ঠ হন কামরুন নাহার। যেখানে তার স্কোর ছিল ৬২৮.৪। ২০২২ সালে কায়রোতে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশীপেও ভালো করেছিলেন তিনি। সেবার করেছিলেন ৬২৯ স্কোর। যা আন্তর্জাতিক অঙ্গনে কোনো বাংলাদেশী শ্যুটারের ব্যক্তিগত সর্বোচ্চ।
খুব শীঘ্রই আন্তর্জাতিক শ্যুটিং ফেডারেশন র্যাংকিং প্রকাশ করার কথা রয়েছে। সেখানে ১০ মিটার এয়ার রাইফেল ক্যাটাগরিতে কলি বিশ্বের সেরা দশের মধ্যে তিনি থাকবেন, এই যেনো দেশের সকল ক্রীড়া অনুরাগীর প্রত্যাশা।