৯ সেপ্টেম্বর ২০২৪, সোমবার

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে টস হেরে ব্যাটিংয়ে ভারত

- Advertisement -

শুক্রবার ১৮ জুন শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারনে একদিন পর শনিবারে মাঠে গড়াচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ। টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড।

সাদাম্পটনের রোজবোল স্টেডিয়ামে শুক্রবার বল মাঠে গড়ানো তো পরের কথা; টস করতেই নামতে পারেনি ভারত আর নিউজিল্যান্ডের অধিনায়করা। বৃষ্টির কথা মাথায় রেখে আইসিসি এই টেস্টের জন্য একদিন রিজার্ভ ডে রাখে। তাই শুক্রবারের পরিবর্তে শনিবারে মাঠে গড়ালেও আবহাওয়া ঠিক থাকলে এই ম্যাচের দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবেনা। এদিকে শুক্রবারের পর শনিবারেও সাদাম্পটনে বৃষ্টির সম্ভাবনা থাকলেও ঠিক সময়েই টস করতে নামে দুই ক্যাপ্টেন। ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলি মহাগুরুত্বপূর্ন টস হারলে কেন উইলিয়ামসন আগে বল করার সিধান্ত নেয়।

শনিবার মেঘলা আকাশের কারনে ফ্লাডলাইটের আলোর নিচে টস করতে নামেন দুই অধিনায়ক এবং পরবর্তি দিন গুলোতেও বৃষ্টির সম্ভাবনা থাকায় আগেই ঘোষনা করা ভারতীয় একাদশে পরিবর্তনের গুঞ্জন ওঠে। তবে সব গুঞ্জন উড়িয়ে বৃহস্পতিবার ঘোষনা করা একাদশ নিয়েই মাঠে নামার সিদ্ধান্ত নেয় ভারত। ভারত ৩ পেসারের সাথে দুই স্পিনার নিয়ে মাঠে নামলেও;  নিউজিল্যান্ড কন্ডিশনে্র কথা বিবেচনায় তাদের স্কোয়াডে থাকা একমাত্র স্পিনার আজাজ প্যাটেল কে ছাড়াই নামে। ৪ ফ্রন্টলাইন পেসারের সাথে মিডিয়াম পেসার কলিন ডি গ্র্যান্ডহোম কে নিয়ে বোলিং অ্যাটাক সাজায় ব্ল্যাকক্যাপসরা।

ভারত একাদশঃ রোহিত শর্মা, শুভমান গিল, চেতশ্বর পুজারা, ভিরাট কোহলি, আজিংকা রাহানে, রিশাভ পান্থ, রবীন্দ্র জাদেজা, রবিচন্দন আশ্বিন, মোহাম্মদ সামি, ইশান্ত শর্মা, জাসপ্রীত বুমরাহ

নিউজিল্যান্ড একাদশঃ টম লাথাম, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন, রস টেইলর, হেনরি নিকোলস,বিজে  ওয়াটলিং, কলিন ডি গ্র্যান্ডহোম, টিম সাউদি, কাইল জেমিসন, নিল ওয়াগনার, ট্রেন্ট বোল্ট

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img