২৪ জানুয়ারি ২০২৫, শুক্রবার

বিসিএলে তামিম-মুশফিক একই দলে; সাকিবকে নিতে দলগুলোর অনাগ্রহ

- Advertisement -

মিরপুরের হোম অব ক্রিকেটে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে আসন্ন বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) প্লেয়ার্স ড্রাফট। ড্রাফট শেষে অবিক্রিত থেকে গেছেন সাকিব আল হাসান। হয়তো ইনজুরি ও আনুষাঙ্গিক বিষয়াদি বিবেচনাতেই দলগুলো বিশ্বসেরা অলরাউন্ডারকে নিতে আগ্রহ দেখায়নি।

ওয়ালটন সেন্ট্রাল জোন, ইসলামী ব্যাংক ইস্ট জোন, বিসিবি নর্থ জোন ও বিসিবি সাউথ জোন- আটটি বিভাগকে চারটি দলে ভাগ করে প্রতিবছর আয়োজিত হয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই প্রথম শ্রেণীর ক্রিকেট টুর্নামেন্ট। এই প্লেয়ার্স ড্রাফটে প্রতিটি দল  আগেরবারের দল থেকে ৬ জন করে ক্রিকেটার ধরে রেখেছে। এরপর বাকি প্লেয়ারদের মধ্য থেকে অনুষ্ঠিত হয়েছে ড্রাফট।

ড্রাফটে ইসলামী ব্যাংক ইস্ট জোনে আগেরবারের ধরে রাখা তামিম ইকবালের সাথে যুক্ত হয়েছেন মুশফিকুর রহিম। অর্থাৎ জাতীয় দলের দুই সিনিয়র খেলবেন একই দলে।

অবশ্য জাতীয় দলে খেলা ক্রিকেটারদের অন্তর্ভুক্তি নির্ভর করছে আন্তর্জাতিক ব্যস্ততা না থাকার ওপর।

কিছুদিন আগেই খালেদ মাহমুদ সুজন বলেছিলেন এবার বিসিএল বড় দৈর্ঘ্যের পাশাপাশি ওয়ানডে ফরম্যাটেও অনুষ্ঠিত হবে। ১২ ডিসেম্বর থেকে শুরু চারদিনের টুর্নামেন্ট তারিখ। হবে চট্টগ্রাম, কক্সবাজার ও রাজশাহী- তিন শহরের চার ভেন্যুতে। ওয়ানডে টুর্নামেন্ট শুরু জানুয়ারীর প্রথম সপ্তাহে। সবকটি ওয়ানডে হবে সিলেটে।

বরাবরের মতো এবারও স্পোর্টিং উইকেটে টুর্নামেন্ট আয়োজন করার আশ্বাস সংবাদ সম্মেলনে দিয়েছেন বোর্ড কর্মকর্তা ও নির্বাচক হাবিবুল বাশার সুমন।

দলসমূহ-

বিসিবি সাউথ জোনঃ

ধরে রাখা ক্রিকেটার- ফজলে রাব্বি, এনামুল হক বিজয়, মাহেদী হাসান, কামরুল ইসলাম রাব্বি, ফরহাদ রেজা, নাসুম আহমেদ।

ড্রাফটে আসা নতুন ক্রিকেটার- অমিত হাসান, তৌহিদ হৃদয়, পিনাক ঘোষ, জাকির হাসান, মুস্তাফিজুর রহমান, নাহিদুল ইসলাম, সুমন খান, এনামুল হক জুনিয়র, সালাউদ্দিন শাকিল, মাইশুকুর রহমান, জাহিদ জাভেদ, জিয়াউর রহমান, শামসুল ইসলাম অনিক, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ।

ইসলামী ব্যাঙ্ক ইস্ট জোনঃ

ধরে রাখা ক্রিকেটার- তামিম ইকবাল, মুমিনুল হক, ইমরুল কায়েস, নাঈম হাসান, আফিফ হোসেন, ইয়াসির আলী রাব্বি।

ড্রাফটে আসা নতুন ক্রিকেটার- মুশফিকুর রহিম, নাইম শেখ, তানভির ইসলাম, শাহাদাত হোসেন দীপু, ইরফান শুক্কুর, মোহাম্মদ এনামুল হক, রনি তালুকদার, রুয়েল মিয়া, মোহাম্মদ ইফরান হোসেন, সোহরাওয়ার্দী শুভ, আলাউদ্দিন বাবু, প্রীতম কুমার, রুবেল হোসেন, মোহাম্মদ আশরাফুল, মাহমুদুল হাসান, আসাদুজ্জামান পায়েল, নাদিফ চৌধুরী, রেজাউর রহমান রাজা

ওয়ালটন সেন্ট্রাল জোনঃ

ধরে রাখা ক্রিকেটার- শুভাগত হোম চৌধুরী, তাইবুর রহমান, আবদুল মজিদ, শহীদুল ইসলাম, সৌম্য সরকার, মুকিদুল ইসলাম মুগ্ধ।

ড্রাফটে আসা নতুন ক্রিকেটার- নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, হাসান মুরাদ, রবিউল হক, মিজানুর রহমান, জহুরুল হক, মৃত্যুঞ্জয় চৌধুরী, জাকের আলী অনিক, সালমান হোসেন ইমন, আবু হায়দার রনি, মনির হোসেন, মুনিম শাহরিয়ার, আল আমিন জুনিয়র, মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু, আব্দুল হালিম, রকিবুল হাসান, মাহমুদুল হাসান জয়।

বিসিবি নর্থ জোনঃ

ধরে রাখা ক্রিকেটার- আরিফুল হক, নাইম হাসান, সানজামুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, মোহাম্মদ সাইফউদ্দিন, তানবীর হায়দার।

ড্রাফটে আসা নতুন ক্রিকেটার- তানজিদ হাসান তামিম, সৈয়দ খালেদ আহমেদ, পারভেজ হোসেন ইমন, শফিকুল ইসলাম, শামীম পাটোয়ারী, মোহাম্মদ শরীফুল্লাহ, মার্শাল আইয়ুব, আমিনুল ইসলাম বিপ্লব, আকবর আলী, নোমান চৌধুরী, মাহমুদউল্লাহ রিয়াদ, জুনায়েদ সিদ্দিকি, ইমরানউজ্জামান, একেএস স্বাধীন, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img