বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জরুরি সভা ডাকা হয়েছে। আগামীকাল (বুধবার) যুব ও ক্রীড়া উপদেষ্টার সচিবালয়ে এই সভা হবে বলে বিভিন্ন গণমাধ্যমের খবর।
বিসিবির প্রত্যেক পরিচালককেই সভায় উপস্থিত থাকার জন্য মেইল করা হয়েছে বলে জানা গেছে। তবে জরুরি এ সভায় ডাক পাননি বিসিবি পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববি।
মঙ্গলবার ‘কালের কন্ঠ’কে ববি সভায় ডাক না পাওয়ার বিষয়ে বলেছেন, “আমি জানি না (বোর্ড সভার বিষয়ে)। আমাকে এ ধরনের কোনো চিঠি দেয়নি।” আপনি তাহলে এই বোর্ড সভায় উপস্থিত থাকছেন না? এমন প্রশ্নের জবাবে এই পরিচালক বলেন, “আমি তো নোটিশ পাইনি।”
শোনা যাচ্ছে আগামীকালের সভায় ভিডিও কলে যোগ দেবেন নাজমুল হাসান পাপন। গুঞ্জন আছে, বুধবারই বিসিবি সভাপতির পদ থেকে পদত্যাগ করতে পারেন তিনি। ঐদিনই ঘোষণা করা হতে পারে নতুন সভাপতির নাম।
শোনা যাচ্ছে বিসিবির পরবর্তী সভাপতি হতে যাচ্ছেন সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ। সেটি করার প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। ফারুকের পাশাপাশি নাজমুল আবেদীন ফাহিমকে আনার জন্য এনএনসি মনোনীত কাউন্সিলর হিসেবে বিসিবি পরিচালক হওয়া জালাল ইউনুস ও ববিকে পদত্যাগ করার নির্দেশনা দেওয়া হয়।
এনএসির নির্দেশনা মেনে গতকাল বিসিবি পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন জালাল ইউনুস। তবে এনএসসির নির্দেশনা মানতে অপারগতা জানিয়েছেন ববি। বিসিবি পরিচালকের পদ থেকে পদত্যাগ করতে চান না তিনি।