৮ সেপ্টেম্বর ২০২৪, রবিবার

বিসিবি চাইলে চাকরি ছাড়তে প্রস্তুত হাথুরুসিংহে

- Advertisement -

দেশে বইছে পরিবর্তনের হাওয়া। সরকার পরিবর্তনের পর থেকেই প্রতিটা সেক্টরেই আসছে রদবদল। ব্যতিক্রম নয়, ক্রীড়াঙ্গনও। ইতিমধ্যে বোর্ড পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন জালাল ইউনুস। দাবি উঠেছে জাতীয় দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের পরিবর্তনও। বিসিবিতে নিজের ভবিষ্যত সম্পর্কে কথা বলেছেন টাইগার হেড কোচ। নতুন বোর্ড কর্তারা চাইলে চাকরি ছাড়তে প্রস্তুত বলে জানিয়েছেন হাথুরু।

পাকিস্তানে প্রথম টেস্টে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে নিজের ভবিষ্যত সম্পর্কে হাথুরু বলেন, “আমার কোনো ধারণা নেই বাংলাদেশে (ক্রিকেট বোর্ডে) কী চলছে। আমার ভবিষ্যতের কথা বললে, যত দিন পর্যন্ত চুক্তির মেয়াদ আছে, আমি দায়িত্ব পালনের দিকে তাকিয়ে আছি। বোর্ড যদি বদলে যায় এবং তারা যদি পরিবর্তন চায়, আমার তাতে সমস্যা নেই। তারা যদি আমাকে চালিয়ে নিতে বলে, আমাকে নিয়ে খুশি থাকে, আমিও খুশি মনে দায়িত্ব পালন করব”

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামার আগে নিজের ভবিষ্যত নিয়ে কথা বলেছেন হাথুরুসিংহে

বাংলাদেশে আন্দোলনের সময় ঢাকায় ছিলেন হাথুরুসিংহে। এই সময়ে ক্রিকেটাররা অনেকেই মিরপুর শের-ই-বাংলায় অনুশীলন করলেও বিদেশি কোচরা ছিলেন হোটেলবন্দি। তবে আন্দোলনে অনেক মানুষের নিহত হওয়ার ঘটনা হৃদয় ছুঁয়ে গেছে হাথুরুসিংহের। টাইগার হেড কোচের আশা দ্রুত আবার বাংলাদেশ স্বাভাবিক অবস্থায় ফিরবে।

হাথুরু বলেন, “যাদের কাছের মানুষজন মারা গেছে, তাদের পরিবারের জন্য আমার দোয়া ও ভালোবাসা। খুবই কঠিন ছিল এটি। আমি আশা করি, শিক্ষার্থীদের প্রশ্নগুলোর উত্তর আসবে। এটি অভূতপর্ব ঘটনা। আশা করি, দেশ আবার স্বাভাবিক অবস্থায় ফিরবে। এটি খুবই কঠিন ছিল। হ্যাঁ (আমার জন্য ইমোশনাল ছিল)”

খেলাধুলায় পারে একটি দেশের মানুষকে খুশি এনে দিতে। সেটা ঐ মানুষ যতই প্রতিকুল পরিস্থিতিতে থাকুক না কেন। যার প্রকৃত উদাহারণ আফগানিস্তানের জয়ে দেশের মানুষদের রাস্তায় নেমে আসা। ঠিক একইভাবে পাকিস্তানের বিপক্ষে ভালো খেলে বাংলাদেশের মানুষদের আনন্দ এনে দিতে চান হাথুরু।

তিনি বলেন, “অবশ্যই শতভাগ (জাতীয় দলের সামনে সুযোগ দেশের মানুষের মন-মানসিকতা ভালো করার)। আমরা সবাই জানি, মানুষকে ঐক্যবদ্ধ করার ও আশা দেওয়ার ক্ষমতা আছে খেলাধুলার। এই ম্যাচটি ভালো খেলতে পারলে অবশ্যই বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের খুব সাহায্য হবে”

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img