বুধবার বিসিবির পরিচালকের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন খালেদ মাহমুদ সুজন। বিসিবির এক সূত্র থেকে এমন খবরই পাওয়া গেছে। তবে হঠাৎই সুজনের এভাবে পদত্যাগের কারণ এখন পর্যন্ত জানা যায়নি।
২০১৩ সালে বিসিবির পরিচলক পদে নির্বাচিত হন সুজন। এ সময় বোর্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দেখা গেছে তাকে। পরিচালকের পদ ছাড়াও জাতীয় দলের ডিরেক্টর, অন্তর্বর্তীকালীন কোচ, টিম ম্যানেজারের দায়িত্বও পালন করেছেন সাবেক এই ক্রিকেটার। এছাড়াও ঢাকা প্রিনিয়ার লিগে আবাহনী ক্রিকেট ক্লাবের প্রধান কোচ তিনি। বিপিএলের প্রতি আসরেই কোচিং করান খালেদ মাহমুদ সুজন।