২৪ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার

বিসিবি সভাপতি হতে পারেন ফারুক আহমেদ!

- Advertisement -

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদ থেকে এখনো পদত্যাগ করেননি নাজমুল হাসান পাপন। বিভিন্ন গণমাধ্যমের খবর, দ্রুতই সভাপতির পদ থেকে সরে যাবেন তিনি। পাপনের পরিবর্তে কে হবেন পরবর্তী বিসিবি সভাপতি সেটা নিয়ে দেশের ক্রীড়াঙ্গনে চলছে আলোচনা। তবে গুঞ্জন উঠেছে, বিসিবির পরবর্তী সভাপতি হতে যাচ্ছেন সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ।

বর্তমানে দেশের প্রতিটা সেক্টরেই পরিবর্তনের হাওয়া বইছে। বাকি নেই ক্রীড়াঙ্গনও, তারই ধারাবাহিকতায় বিসিবিতে আসছে সংস্কার। সরকার পরিবর্তনের পর থেকেই কয়েকজন বিসিবি কর্মকর্তা গা ঢাকা দিয়েছেন। এজন্য বিসিবি পুর্নগঠনের চেষ্টা চলছে। তাতে করে আবারও ক্রিকেটে ফিরছেন ফারুক। বিসিবি সভাপতি হওয়ার ব্যাপারে অগ্রগতি স্বীকার করেছেন সাবেক এ নির্বাচক।

নতুন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিসিবি সভাপতি হওয়ার বিষয়ে ফারুকের সাথে কথা বলেছেন তিনি।

তবে কোন প্রক্রিয়ায় ফারুককে সভাপতি করা হবে, এটি এখনও চূড়ান্ত হয়নি। এমনিতে সাবেক অধিনায়ক হিসেবে বিসিবির কাউন্সিলর তিনি। তবে আপাতত তাকে এনএসসি থেকে বোর্ডের পরিচালক করা হতে পারে। এরপর দেওয়া হবে সভাপতির দায়িত্ব।

বিসিবি সভাপতির পদ থেকে পদত্যাগ করতে পারেন নাজমুল হাসান পাপন

ফারুককে বোর্ড পরিচালক করা হতে পারে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনীত প্রতিনিধি হিসেবে, যেখানে কোনো নির্বাচনের প্রয়োজন পড়বে না। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী সরকার পারে তাদের দুজন মনোনীত পরিচালক বোর্ডে রাখতে। এই মুহুর্তে জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাদুল আলম ববি তাদের প্রতিনিধি হিসেবে আছেন। তাদেরকে সরে যেতে হতে পারে। এ জায়গায় ফারুকের সঙ্গী হতে পারেন নাজমুল আবেদীন ফাহিম।

রবিবার সচিবালয়ে বিসিবি পুর্নগঠনের বিষয়ে কথা বলেছেন আসিফ মাহমুদ। তিনি বলেছেন, “আমরা বলেছি আমরা সংস্কার করব সিষ্টেমের, ব্যক্তির না। সিষ্টেমকে যারা খারাপ করেছে তাদের ব্যাপারে বদল আসবে এটা সুনিশ্চিত। তবে বোর্ডের ব্যাপারে যেটা হলো গঠনতন্ত্র আছে যারা দায়িত্বে আসবে বা পাবে তাদেরকে গঠনতন্ত্র আরও গণতান্ত্রিক করে গড়ে তুলতে হবে”

বিসিবি পুর্নগঠনের বিষয়টি করতে হবে আইসিসির নীতিমালার ভিত্তিতেই। তার ব্যতিক্রম হলে নেমে আসতে পারে নিষেধাজ্ঞার খড়্গ।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img