২৭ জুলাই ২০২৪, শনিবার

বুধবার ক্রাইস্টচার্চ ছাড়বে বাংলাদেশ দল

- Advertisement -

আইসোলেশনের প্রথম ধাপে হোটেলেই সময় কেটেছে বাংলাদেশ দলের। পরবর্তীতে তামিম ইকবাল- মুশফিকুর রহিমরা পেয়েছেন অনুশীলনের সুযোগ। তবে অনুশীলন শেষে তাদের আবার ফিরতে হতো হোটেলে। মঙ্গলবার ছিল কোয়ারেন্টিনের দ্বিতীয় ধাপের শেষ দিন, ক্রাইস্টচার্চের পর্বের সমাপ্তির আগে ট্রেনিং এবং ড্রিল সেশনে ব্যস্ত ছিল বাংলাদেশ দল।

বুধবার চতুর্থবারের মতো করোনা পরীক্ষা করানো হবে টাইগারদের। সেখানে নেগেটিভ হওয়া সাপেক্ষে একই দিন স্থানীয় সময় বিকেলে কিউই জনপদের অন্যতম সুন্দর শহর কুন্সটাউনের উদ্দেশ্য ক্রাইস্টচার্চ ছাড়বে বাংলাদেশ দল। কুন্সটাউন বাংলাদেশের জন্য থাকছে না কোয়ারেন্টিনের কোনো বাধ্যবাধকতা। স্বাভাবিক সময়ের মতোই অনুশীলনের সুযোগ পাবে সফররতদের।

কুইন্সটাউনে দিন পাঁচেকের অনুশীলনের পর পরিকল্পনা অনুযায়ী আগামী ১৬ মার্চ ডারডিনে পা রাখার কথা বাংলাদেশের। ম্যাচ ভেন্যুতে দিন দুয়েক অনুশীলন করবে বাংলাদেশ। সূচি অনুযায়ী ২০ মার্চ বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, আফিফ হোসেন, সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম শেখ, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, শরিফুল ইসলাম, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মেহেদি হাসান, নাসুম আহমেদ।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img