১১ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার

বৃষ্টিতে ভাসছে বিশ্বকাপ

- Advertisement -

বিশ্বকাপের শুরু থেকেই বৃষ্টি খেলছে সমানে সমানে! ফেভারিট দলগুলো ম্যাচ না খেলেই হারছে বৃষ্টির কাছে! যা রীতিমতো বদলে দিচ্ছে পয়েন্ট টেবিলের হিসেব নিকেশ। সুপার টুয়েলভে এখন অবধি বৃষ্টিতেই ভেসে গেছে ৪টি ম্যাচ। যেখানে পয়েন্ট ভাগাভাগিতেই খুশি থাকতে হয়েছে দলগুলোকে।

মেলর্বোনে দিনের দুটি ম্যাচই ভেস্তে গেছে বৃষ্টিতে

শুক্রবার অবধি, দুই ম্যাচ খেলে তিন পয়েন্ট নিয়ে গ্রুপ-১ এর শীর্ষে আছে নিউজিল্যান্ড। তিন ম্যাচ খেলে তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে ইংল্যান্ড।  তৃতীয় ও চতুর্থ অবস্থানে আছে আয়ারল্যান্ড ও অস্ট্রেলিয়া। দুই ম্যাচ খেলে দুই পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কা আছে পঞ্চম অবস্থানে এবং দুই পয়েন্ট নিয়ে গ্রুপের ষষ্ঠ অবস্থানে আফগানিস্তান।

অন্যদিকে, গ্রুপ-২ এর টপে আছে ভারত। দ্বিতীয়তে আছে সাউথ আফ্রিকা। তৃতীয়তে অবস্থান জিম্বাবুয়ের। বাংলাদেশ আছে চতুর্থ অবস্থানে। পয়েন্ট টেবিলের ফেভারিট পাকিস্তানের অবস্থা বেশ শোচনীয়। এখন অবধি কোনো জয়ের স্বাদ না পাওয়া দলটি আছে পঞ্চম অবস্থানে। আর টেবিলের শেষে অবস্থান নেদারল্যান্ডসের।

এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে সাউথ আফ্রিকার কপাল পুড়ে বৃষ্টিতেই। জেতা ম্যাচ বাতিল হয় শুধুমাত্র বৃষ্টির বাঁধায়। ইংল্যান্ডের বিপক্ষে বৃষ্টি আইনে ৫ রানে জয় পেয়ে অঘটন ঘটায় আয়ারল্যান্ড। এতে ওলট পালট হয়ে গেছে পয়েন্ট টেবিলের হিসেব-নিকেশ।

বড় দলগুলোর কাছে বৃষ্টিই এখন আতঙ্কের নাম। প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ জেতার নকশা করার বদলে বৃষ্টি নিয়ে থাকে সংশয়। সেমিফাইনালে যাবার পথ হারাতে বৃষ্টিও হতে পারে অন্যতম কারণ! দিনশেষে তাই প্রশ্ন উঠতেই পারে তাহলে কেন তাসমানিয়া পাড়ের দেশিটিতে গড়ালো বিশ্বকাপ?

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img