৮ সেপ্টেম্বর ২০২৪, রবিবার

বৃষ্টিতে ভেসে গেল দ্বিতীয় টেস্টের প্রথম দিন

- Advertisement -

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগেই জানা গিয়েছিল, শুক্রবার রাওয়ালপিন্ডিতে বৃষ্টি হতে পারে। সেটাই হলো, বৃষ্টি হানা দিয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্টে। যার কারণে প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেছে ম্যাচ অফিশিয়ালরা।

রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টের প্রথম দিনেও হানা দিয়েছিল বৃষ্টি। যদিও খেলা শুরু হয়েছিল একটু দেরি করে। তবে দ্বিতীয় টেস্টের প্রথম দিনটা বৃষ্টিতেই ভেসে গেল। তাতে অবশ্য লাভ হয়েছে কিছুটা বাংলাদেশেরই। দ্বিতীয় টেস্টে হার এড়াতে পারলেই প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জিতবে টাইগাররা।

বৃষ্টির কারণে গতকাল (বৃহস্পতিবার) অনুশীলন করতে পারেননি নাজমুল হোসেন শান্ত-সাকিব আল হাসানরা। একই কারণে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে মাঠেও নামা হলো না।

গতকাল দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করেছে পাকিস্তান। প্রথম টেস্টের দল থেকে বাদ পড়েছেন পেসার শাহিন শাহ আফ্রিদি, একাদশে সুযোগ পেয়েছেন স্পিনার আবরার আহমেদ।

দুই ম্যাচ টেস্ট সিরিজে প্রথমটিতে পাকিস্তানকে দশ উইকেটের ব্যবধানে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে হার এড়াতে পারলেই সিরিজ নিজেদের করে নেবে টাইগাররা।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img