ভারতের জন্য ছিল সহজ সমীকরণ, জয়ের জন্য শেষ দিনে প্রয়োজন ১৫৭ রান, ইংল্যান্ডে প্রয়োজন ৯ উইকেট। তবে নটিংহ্যামে পঞ্চম দিন কোনোও বলই মাঠে গড়ায়নি। তাই হিসেবনিকেশের আর প্রয়োজন পড়েনি। প্রথম ইনিংসে ফিফটির পর দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন জো রুট।
২০৯ রানের লক্ষে ব্যাট করতে নেমে চতুর্থ দিন শেষে ভারতীয়দের সংগ্রহ ছিল ১ উইকেটে ৫২। একমাত্র উইকেটটি প্রথম ইনিংসে সর্বোচ্চ রান করা লোকেশ রাহুলের, ২৬ রান করে স্টুয়ার্ট ব্রডের বলে জশ বাটলারের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নে ফিরেছেন রাহুল। উইকেটে করে রান করে অপরাজিত রোহিত শর্মা এবং চেতেশ্বর পুজারা।
প্রথম ইনিংসে ইংল্যান্ড অল-আউট হয়েছিল দলীয় দুইশোর আগে, দ্বিতীয় ইনিংসে অবশ্য ঘুরে দাঁড়িয়েছিল থ্রি লায়ন্স। তবে ভারতের প্রথম ইনিংসের লিডই সফরতদের জয়ের খুব কাছে নিয়ে গিয়েছিল। তবে শেষটা আর জয় দিয়ে হয়নি। বৃষ্টির জয়ে শেষ হয়েছে ভারতের ম্যাচ জয়ের স্বপ্ন।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড (১ম ইনিংস): ১৮৩
ভারত (১ম ইনিংস): ২৭৮
ইংল্যান্ড (২য় ইনিংস): ৩০৩
ভারত ২য় ইনিংস: (লক্ষ্য ২০৯) ৫২/১ (রোহিত ১২*, পুজারা ১২*; অ্যান্ডারসন ৫-১-১২-০, ব্রড ৫-১-১৮-১)।