পাকিস্তান শাহীনস ও বাংলাদেশ ‘এ’ দলের মধ্যকার প্রথম চারদিনের ম্যাচ ড্র হওয়ার পর এবার বৃষ্টির কারণে মাঠে গড়ায়নি দ্বিতীয় চারদিনের ম্যাচের প্রথম দিনের খেলা। একটি বল মাঠে না গড়িয়েই শেষ হয়েছে প্রথম দিন।
মঙ্গলবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুরু হওয়ার কথা ছিল দ্বিতীয় চারদিনের ম্যাচ। কিন্তু তুমুল বৃষ্টির কারণে অনুষ্ঠিত হতে পারেনি টসও। বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় টস হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে মাঠে নামতে পারেনি কেউ। পরে বৃষ্টি কমলেও ভেজা আউট ফিল্ডের কারণে শেষ পর্যন্ত প্রথম দিনের খেলা বাতিল ঘোষণা করেন ম্যাচ রেফারি।
এর আগে প্রথম চারদিনের ম্যাচে বৃষ্টির কারণে পুরোপুরি বাতিল করতে হয়েছিলো মাঝে একটি দিনের খেলা। এছাড়া বৃষ্টি বাগড়া ছিল অন্য দিনগুলোতেও।
এদিকে সময় পরিবর্তন করে কিছুটা এগিয়ে আনা হয়েছে ‘এ’ দলের দ্বিতীয় দিনের খেলা। বাংলাদেশ সময় ১০টা ৪৫ মিনিটে শুরু হবে দ্বিতীয় দিনের খেলা। টস হবে ১০টা ১৫ মিনিটে। এই টেস্টে খেলার কথা রয়েছে পেসার তাসকিন আহমেদের।