করিম বেনজেমার জোড়া গোলে সেলতা ভিগোকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। শেষ ছয় ম্যাচে টানা গোল পেয়েছেন এই ফরাসি স্ট্রাইকার। অ্যাওয়ে ম্যাচে শুধু গোল করেই ক্ষান্ত হননি, আসেনসিওকে দিয়েও গোল করিয়েছেন। অন্যদিকে বুন্দেসলিগায় দশ জনের দল নিয়েও রোমাঞ্চকর জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ।
লিগে রিয়ালের বাকি নয় ম্যাচ, শীর্ষে থাকা আতলেতিকোর সাথে পয়েন্টের লড়াইটা বেশ জমেছে। সুযোগটা ছিল বার্সেলোনাকে টপকে টেবিলের দ্বিতীয় স্থানে উঠার। এমন ম্যাচে রিয়ালের একের পর এক আক্রমণ পন্ড হতে থাকে দুর্বল ফিনিশিংয়ের কারণে। বিশ মিনিটে টনি ক্রুসের কাছে থেকে পাওয়া বল ডান পায়ে নিঁখুত ফিনিশে জালে পাঠান বেনজেমা। মিনিট দশেক পর আবারো বেনজেমা জাদু! এবারও গোলের উৎস জার্মান তারকা ক্রুস। সেলতার ডিফেন্স পার করে বাম পায়ের বাঁকা শটে গোলরক্ষককে পরাস্ত করেন বেনজেমা। জোড়া গোল করে ৩৩ বছর বয়সী এই ফরাসির চলতি মৌসুমে সব কম্পিটিশন মিলিয়ে তেইশ গোল। প্রথম ত্রিশ মিনিটেই ২-০ ব্যবধানে এগিয়ে রিয়াল।
অপরদিকে গোল মিসের মহড়ার পর ৪০ মিনিটে সেট পিস থেকে পাওয়া বল খানিক উল্টো ঘুরে দারুণ হেডে জালে জড়ান সেলতা ফরোয়ার্ড মিনা লরেঞ্জো। দ্বিতীয়ার্ধে ঘরের মাঠে স্বাগতিকদের সব চেষ্টাই রুখে দেন রিয়াল গোলরক্ষক কুর্তোয়া, আর রিয়ালের ডিফেন্ডাররা। ইনজুরি সময়ে রিয়ালের শেষ গোল আসে আসেনসিওর কাছ থেকে, গোলের অ্যাসিস্টে ছিলেন সেই বেনজেমা। এই জয়ে ৬০ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠেছে রিয়াল, এক পয়েন্ট কম বার্সার। সোমবারের ম্যাচ জিতলে আবারো বদলাবে পয়েন্ট তালিকার পজিশন।
অ্যালিয়াঞ্জ অ্যারানাতে মুখোমুখি হয়েছিল বায়ার্ন-স্টুটগার্ট। কিক অফের দশ মিনিট পরই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বায়ার্ন লেফটব্যাক আলফোনসো ডেভিস। কিন্তু তাতেও বাভারিয়ানদের সমস্যা হয়নি। মিনিট পাঁচেক পরই অপ্রতিরোধ্য লেভানডফস্কি স্কোরশিটে নাম তোলেন। অল্প সময়ের ব্যবধানেই গ্যানাব্রি পেয়ে যান বায়ার্নের হয়ে আর এক গোল। বল দখলে এগিয়ে থেকেও ঘুরে দাঁড়াতে পারেনি স্টুটগার্ট। হাফ টাইমের আগেই হ্যাট্রিক পূর্ণ করেন পোলিশ গোলমেশিন লেভাডফস্কি। শেষ পর্যন্ত ৪-০ ব্যবধানে জেতে বায়ার্ন মিউনিখ। ২৬ ম্যাচে ৬১ পয়েন্ট বায়ার্নের, লেভানডফস্কির গোলসংখ্যা জার্মান লিগে ২৫, চরতি মৌসুমে ৩৬।