২৪ জানুয়ারি ২০২৫, শুক্রবার

বেনফিকা আটকে দিলো বার্সেলোনার শেষ ষোলোর পথ?

- Advertisement -

ন্যু ক্যাম্পে বেনফিকার বিপক্ষে ০-০ ড্র করে চ্যাম্পিয়নস লিগের রাউন্ড অব সিক্সটিনে ওঠার পথ নিজেদের জন্য আরো কঠিন করে ফেললো বার্সেলোনা। কাগজে কলমে এখনো বার্সেলোনা রয়েছে পয়েন্ট টেবলের দ্বিতীয় স্থানে, তবে পরের ম্যাচ তাঁদের মহাপরাক্রমশালী বায়ার্ন মিউনিখের বিপক্ষে, অপরদিকে বেনফিকা খেলবে ডায়নামো কিয়েভের বিপক্ষে। পরের ম্যাচে বায়ার্নের সাথে নিজেদের ‘না হারা’র পাশাপাশি বার্সেলোনাকে এখন আশা করতে হবে বেনফিকা যাতে কিয়েভের সাথে ‘না জেতে’। কারণ এই দুটি প্রার্থনা বিফলে গেলে বার্সেলোনাকে খেলতে হবে ইউরোপা লিগ।

নতুন কোচ জাভির অধীনে চ্যাম্পিয়নস লিগে প্রথমবার ম্যাচ খেলতে নেমেছিলো বার্সেলোনা। বেনফিকা ন্যু ক্যাম্পে এসেছিলো আগের লেগে ৩-০ গোলে জয়ের সুখস্মৃতি নিয়ে। অবশ্য জাভির তারুণ্যনির্ভর দলে ফ্র্যাঙ্কি ডি ইয়ং, নিকোলাস গঞ্জালেস, গ্যাভি, ইউসুফ ডেমির, ঔসমানে ডেম্বেলেরা ভালোই লড়াই করেছে। তবে বেশ কয়েকটি সুযোগ সৃষ্টি করলেও গোলমুখ খুলতে পারেনি তারা। ৮৩ মিনিটে রোনাল্ড আরাউহো অবশ্য জর্ডি আলবার ক্রস থেকে একবার বল জালে জড়িয়েছিলেন, তবে তা কাটা পড়ে অফসাইডের খাঁড়ায়।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img