২৭ জুলাই ২০২৪, শনিবার

বেনি হাওয়েলের টানা দ্বিতীয় ফিফটি, সিলেটের সংগ্রহ ১৭৭ রান

- Advertisement -

সিলেট স্ট্রাইকার্সের প্লে অফে খেলার আশা শেষ। গতবারের ফাইনালিস্টদের লক্ষ্য এখন শেষ দুই ম্যাচে জয় দিয়ে টুর্নামেন্টটা শেষ করা। সেই লক্ষ্যে সোমবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে আগে ব্যাট করে ১৭৭ রান সংগ্রহ করেছে সিলেট। দলটির হয়ে সর্বোচ্চ ৬২ রানের ইনিংস খেলেছেন বেনি হাওয়েল।

টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন সিলেট অধিনায়ক মোহাম্মদ মিঠুন। দলকে দারুণ শুরু এনে দেন জাকির হাসান ও নতুন রিক্রুট কেনার লুইস। ১৭ বলে ৩ বাউন্ডারিতে ১৮ রান করা জাকিরকে ফিরিয়ে ৪০ রানের জুটি ভাঙেন সুনীল নারাইন। লুইস করেছেন ২৫ বলে ২ বাউন্ডারি ও ২ ছক্কায় ৩৩ রান।

নাজমুল হোসেন শান্ত পারেননি তেমন কিছুই করতে। চলমান বিপিএলটা ভুলে যাওয়ার মতো কাটানো শান্ত ১৮ বরে করেছেন মাত্র ১২ রান।

সিলেট ১৭৭ রানের সংগ্রহ পায় মূলত মিঠুন ও হাওয়েলের কল্যাণে। তাদের জুটিতে ৪২ বলে ওঠে ৭৭ রান। ২০ বলে ২৮ রান করে ফিরেছেন মিঠুন। তবে চলমান বিপিএলে টানা দ্বিতীয় ফিফটি ঠিকই তুলে নিয়েছেন হাওয়েল। শেষ পর্যন্ত ৩১ বলে ৬ বাউন্ডারি ও ৪ ছক্কায় ৬২ রান করে অপরাজিত ছিলেন।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন রিশাদ হোসেন ও সুনীল নারাইন। একটি উইকেট নিয়েছেন মুশফিক হাসান।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img