বেলজিয়াম দলের অ্যাওয়ে জার্সির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ফিফা। জার্সিতে রংধনুর রং দিয়ে ‘লাভ’ শব্দটি লেখা থাকায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। যেহেতু রংধনুর রং সমকামী ও রূপান্তরকামীদের প্রতীক, সেই কারণে এই জার্সি নিয়ে আপত্তি জানিয়েছে ফিফা।
বিশ্বকাপ শুরু হওয়ার আগের দিন ফিফার তরফ থেকে জানানো হয়েছিল এই বিশ্বকাপ সবার জন্য। সমকামীদের পাশে থাকার বার্তাও দিয়েছিলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। কিন্তু বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকেই সম্পূর্ণ উল্টো চিত্র দেখা যাচ্ছে। এ প্রসঙ্গে বেলজিয়াম দলের এক মুখপাত্র জানিয়েছেন, ফিফার আপত্তির জেরে তারা অ্যাওয়ে জার্সিতে বদল আনতে বাধ্য হয়েছে। বেলজিয়ামের বিখ্যাত সঙ্গীত উৎসব টুমরোল্যান্ডে যে আতশবাজির প্রদর্শনী হয়, তার আদলেই রঙধনুর রং দিয়ে জার্সিতে ‘লাভ’ শব্দটা লেখা হয়েছিল। কিন্তু ফিফার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, ‘লাভ’ শব্দটা সরিয়ে দিলেই বেলজিয়াম দলকে লাল জার্সি পরে খেলার অনুমতি দেওয়া হবে।
বেলজিয়াম দল কাতার বিশ্বকাপে এই জার্সি পরে খেলবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছিল। কিন্তু ফিফা আপত্তি জানানোয় আপাতত সেই পরিকল্পনা বদল করতে বাধ্য হচ্ছে বেলজিয়াম। এর আগে ফিফার পক্ষ থেকে জানানো হয়, বিশ্বকাপ চলাকালীন কোনো ফুটবলারের আর্মব্যান্ডে যদি একাধিক রং দিয়ে ‘ওয়ানলাভ’ শব্দটা লেখা থাকে, তাহলে সংশ্লিষ্ট ফুটবলারকে সাথে সাথে হলুদ কার্ড দেখাবেন ম্যাচ রেফারি।