৮ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার

বেলিংহাম ও হোসেলুর গোলে রিয়ালের দূর্দান্ত জয়

- Advertisement -

প্রাক মৌসুম প্রীতি ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। জুড বেলিংহাম ও হোসেলুর গোলে ২-০ গোলে  জিতেছে তারা। এর আগে এসি মিলানকে ৩-২ গোলে হারানো কার্লো আনচেলত্তির দল পেল টানা দুই জয়ের দেখা।

যুক্তরাষ্ট্রের এনআরজি স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় রিয়াল। এই মৌসুমে ক্লাবটিতে যোগ দেওয়া জুড বেলিংহামের গোলে এগিয়ে যায় তারা। ৬ মিনিটে রিয়ালের জার্সিতে নিজের প্রথম গোলটি পেয়ে যান তরুণ এই তারকা। এক গোলে পিছিয়ে যাওয়ার পর; খেলায় সমতা নিয়ে আসতে আপ্রাণ চেষ্টা করেন মার্কাস রাশফোর্ডরা। কিন্তু কাঙ্খিত গোলটি পাওয়া হয়নি তাদের। ম্যাচে রিয়ালের চেয়ে বল পজিশন ও গোলে শট নিয়েও জালের দেখা পায়নি গার্নাচো-এন্টোনিরা।

পুরো ম্যাচে মোট ১৩ টি শট নিয়েছিলো এরিক টেন হাগের শিষ্যরা। যার মধ্যে ৫টি ছিলো পোস্টে। অপরদিকে সমান শট পোস্টে রেখে ঠিক দুইবার জালের দেখা পেয়েছে আনচেলত্তির দল। ম্যাচের ৪২ মিনিটে লিসান্দ্রো মার্তিনেজ বেলিংহামকে ফাউল করলে উত্তেজনা ছড়ায় ম্যাচে। আর্জেন্টাইন এই ডিফেন্ডারকে হলুদ কার্ড দেখান রেফারি।

১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় রিয়াল মাদ্রিদ। বিরতির পর একের পর এক আক্রমণ করেও; যখন গোলের দেখা পাচ্ছিলো না ঠিক তখনি ৮৯ মিনিটে বাইসাইকেল কিকে দৃষ্টিনন্দন এক গোল করেন হোসেলু। বাকি সময়ে আর কোনো দল গোল করতে না পারায় ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img