নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষে ওয়েলস-তুরস্কের লড়াই তখন গড়িয়েছে অতিরিক্ত সময়ে। মাঠের উত্তেজনা গড়িয়েছে হাতাহাতিতে। পরিস্থিতি শান্ত করতে ব্যবস্থা নিলেন রেফরি। দুদলের চার খেলোয়াড়কে দেখালেন হলুদ কার্ড। মিনিট দুই পরে গ্যারেথ বেলের অ্যাসিস্ট থেকে গোল করলেন কনার রবার্টস। ২-০ গোলে এগিয়ে গেল ওয়েলস। দুটো গোলেরই কৃতিত্ব ওয়েলস অধিনায়ক গ্যারেথ বেলের।
??????? Wales captain Gareth Bale takes home the Star of the Match award ???@Heineken | #EUROSOTM | #EURO2020 pic.twitter.com/aRPbCaDEcY
— UEFA EURO 2020 (@EURO2020) June 16, 2021
বাঁকু অলিম্পিক স্টেডিয়ামে ওয়েলসের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে একপ্রকার ছিটকে গেল তুরস্ক। খুব নয় কোনো অঘটন না ঘটলে তুরস্কের এবারের ইউরো যাত্রা যে শেষ সেটা বলাই যায়। দুই ম্যাচে সমান একটা করে জয় এবং ড্রতে চার পয়েন্ট নিয়ে গ্রূপের শীর্ষে এখন ওয়েলস। ওয়েলস ক্যাপ্টেন গ্যারেথ বেল তুরস্কের বিপক্ষে ম্যাচে পাঁচটা বিগ চান্স তৈরি করেছেন, এখন পর্যন্ত ইউয়েফা ইউরো-২০২০ আসরে কোনোদল এক ম্যাচে এতগুলো সুযোগ তৈরি করতে পারেনি। ২০১৬ ও ২০২০ ইউরো মিলিয়ে একমাত্র ফ্রান্সই ওয়েলসের থেকে বেশি ম্যাচ জিতেছে। দুই আসরে ৫ ম্যাচ জেতা ওয়েলসের উইনিং পার্সেন্টেজ আবার সবার সেরা (৬৩)।
??????? Superb Wales make it 4 points from 2 games by beating Turkey in Baku! ???#EURO2020 | #WAL
— UEFA EURO 2020 (@EURO2020) June 16, 2021
দুই অর্ধেরই শেষ মুহূর্তে গোল করেছে ওয়েলস। ম্যাচের প্রথমার্ধের অন্তিম মুহূর্তে তুরস্কের জালে প্রথমবারের মতো বল পাঠায় ওয়েলস। ৪২ মিনিটে তুরস্ক ডিফেন্ডারদের মাথার উপর দিয়ে গ্যারেথ বেলের থ্রু বল অ্যারন রামসি বুকে রিসিভ করেই জোড়ালো শটে গোল করলেন। তবে এর আগেই প্রথমার্ধে রামসি মিস করেছেন নিশ্চিত দুটি সুযোগ। ম্যাচের ষষ্ঠ মিনিটে জুভেন্টাস মিডফিল্ডারকে গোলবঞ্চিত করেন তুরস্ক গোলকিপার উগুরকান চাকির। ২৪ মিনিটে বেলের থ্রু বল থেকে গোল করার সুযোগ এসেছিল রামসির সামনে, এবার তার শট চলে যায় পোস্টের উপর দিয়ে।
দ্বিতীয়ার্ধেও চাকির বাঁধার সম্মুখীন হয়েছেন রামসি। ম্যাচের ৫৮ মিনিটে রামসির শট বাঁদিকে ঝাঁপিয়ে প্রতিহত করেন চাকির। মিনিট তিনেক পর পেনাল্টি পায় ওয়েলস। দলের সবচেয়ে বড় তারকা গ্যারেথ বেলের সামনে ছিল স্কোর শিটে নাম তোলার সুযোগ। পুরো ম্যাচে চাকির যেমন দুর্দান্ত ছিলেন, তেমন দুর্দান্ত ছিলেন পেনালটিতেও। ডানদিকে ঝাঁপিয়ে পড়ে সেভ করলেন পেনাল্টি। পুরো ম্যাচে বেলের আক্ষেপ বলতে ওই একটাই।
? Drama in Baku as Bale misfires from the spot!#EURO2020 https://t.co/Z4zaTakvsL pic.twitter.com/ZLEgbj1BTh
— UEFA EURO 2020 (@EURO2020) June 16, 2021
৮৭ মিনিটে গোল শোধ করার সুযোগ পেয়েছিল তুরস্ক। ওয়েলসের ত্রাতা তাদের গোলকিপার ড্যানি ওয়ার্ড। শেষ বাঁশি বাজার মিনিট খানেক আগে ওয়েলস ডিফেন্ডার কনর রবার্টসের সেই গোল। ২-০ গোলের স্বস্তির জয় বেলদের। ম্যাচসেরা গ্যারেথ বেল।