২২ জানুয়ারি ২০২৫, বুধবার

বেয়ারস্টো, ওয়ার্নারের সাথে রশিদকেও ছেড়ে দিল সানরাইজার্স

- Advertisement -

প্রতিটা দল চারজন খেলোয়াড়কে রেখে দিতে পারবে, সেই লক্ষ্যেই দলের সেরা খেলোয়াড়দের নিজ দলে থাকাটা নিশ্চিত করেছে দলগুলো। কিন্তু এখানেই ব্যতিক্রম সিদ্ধান্ত সানরাইজার্স হায়দ্রাবাদের। ফ্র্যাঞ্চাইজিটি আগামী মৌসুমের জন্য দলে রেখে দিয়েছে কেইন উইলিয়ামসন, উমরান মালিক এবং আব্দুল সামাদকে। ছেড়ে দিয়েছে রশিদ খান, জনি বেয়ারস্টো, ডেভিড ওয়ার্নারদের মতো খেলোয়াড়দের।

জিন বেয়ারস্টো এবং ডেভিড ওয়ার্নার মিলে ২৪ ইনিংসে ৫৯ গড়ে দলকে রান এনে দিয়েছেন ১৪০১। সর্বোচ্চ জুটিটি ১৮৫ রানের; আছে আরও ৫টি শতরানের জুটি। কিন্তু, তাদের দুজনের প্রতিই কোনো আগ্রহ দেখায়নি হায়দ্রাবাদ। সেইসাথে ছেড়ে দিয়েছে স্পিনার রশিদ খানকেও। আফগান তারকা প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন অন্য কোনো ফ্র্যাঞ্চাইজির হয়ে।

তবে, যাদের রাখতে পারেনি তাদের জন্য এটাই চিরবিদায় নয়। টুইট করে সানরাইজার্স হায়দ্রাবাদ জানিয়েছে নিলামে চোখ থাকবে বেশ কয়েকজনের ওপরেই, “এত বছর ধরে অবান রাখার জন্য সকলকেই ধন্যবাদ। এটাই শেষ দেখা নয়। আশা করি, নিলামে বেশ কয়েকজনকে দলে নিতে পারবো।”

সানরাইজার্সের সেই টুইটের রিপলাই করেছেন বেয়ারস্টো এবং ওয়ার্নার। রশিদ খানের প্রতিক্রিয়া এখনও জানা যায় নি।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img