১১ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার

বোলিংয়ে বাংলাদেশ, একাদশে ‘দুই সাকিব’

- Advertisement -

বাংলাদেশের টিম বাস থেকে দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে যখন ক্রিকেটাররা প্রবেশ করছিলেন, সাকিব আল হাসানের মুখে তখন এক চিলতে হাসি। শ্রীলঙ্কাকে হারিয়ে টাইগার অধিনায়ক শেষ পর্যন্ত এই হাসি ধরে রাখতে পারবে তো? বিশ্বকাপে দুই দলেরই সেমিতে খেলার সম্ভাবনা শেষ হয়েছে আগেই। লক্ষ্যটা এখন আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা করে নেওয়া। এমন ম্যাচে টসে জেতাটা খুবই গুরুত্বপূর্ণ।

টাইগার অধিনায়কের পক্ষে এসেছে টস ভাগ্য। সাথে সাথে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলার পর বেশ কয়েকদিন সময় পেয়েছে টাইগাররা। যদিও দিল্লীর বায়ু দূষণের কারণে সময়টা খুব একটা কাজে লাগাতে পারেনি লিটন কুমার দাশরা।

টাইগারদের লক্ষ্য এখন চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা করে নেওয়া। একই উদ্দেশ্যে লড়বে শ্রীলঙ্কাও। পাকিস্তানের বিপক্ষে একাদশ থেকে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে সাকিবের দল। মুস্তাফিজুর রহমানের পরিবর্তে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছেন তানজিম হাসান সাকিব।

বাংলাদেশ দল:

তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাশ, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img