১৬ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার

বোল্ট-ফার্গুসনদের বোলিং তোপে ১৭১ রানে অলআউট শ্রীলঙ্কা

- Advertisement -

বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে হলে জয়ের কোনো বিকল্প নেই। শুধু শ্রীলঙ্কাকে হারালেই চলবে না, সেই সাথে নজর রাখতে হবে রানরেটের দিকেও। এমন সমীকরণ মাথায় রেখেই টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেইন উইলিয়ামসন। লক্ষ্যটা পরিষ্কার, যতটা কম রানে সম্ভব শ্রীলঙ্কাকে বেঁধে রাখা। হয়েছেও তাই, কুশল মেন্ডিসের দলকে মাত্র ১৭১ রানে অলআউট করেছে কিউইরা।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় শ্রীলঙ্কা। টুর্নামেন্টে দারুণ ফর্মে থাকা পাথুম নিশাঙ্কা এদিন প্যাভিলিয়নে ফিরেছেন দ্রুত। অধিনায়ক কুশল মেন্ডিসও ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারেননি। ট্রেন্ট বোল্টের বলে রাচিন রবীন্দ্রকে ক্যাচ দেওয়ার আগে করেন ৭ বলে ৬ রান। গত ম্যাচের সেঞ্চুরিয়ান চারিথ আসালাঙ্কা ও সাদিরা সামারাবিক্রমা ফিরেছেন এক অঙ্কের ঘরে রান করে। দুজনের ব্যাট থেকে এসেছে যথাক্রমে ১ ও ৮ রান।

তবে একাই লড়েছেন ওপেনার কুশল পেরেরা। এদিন কিউই বোলারদের উপর চড়াও হয়ে খেলেছেন তিনি। বিশ্বকাপে বড় রানের দেখা না পাওয়া অভিজ্ঞ এ ব্যাটার করেছেন ফিফটি। কিন্তু, এরপর আর বেশিক্ষণ টিকতে পারেননি পেরেরা। প্যাভিলিয়নে ফেরার আগে করেছেন ২৮ বলে ৫১ রান।

অ্যাঞ্জেলো ম্যাথিউস ও ধনাঞ্জয়া ডি সিলভা ইনিংসের শুরুটা ভালো করলেও, বড় করতে পারেননি। ম্যাথিউস ফিরেছেন ১৬ রান করে আর ধনাঞ্জয়ার সংগ্রহ ১৯ রান। শেষদিকে এসে অপরাজিত ৩৮ রান করে শ্রীলঙ্কার সংগ্রহকে ১৭১ রানে নিয়ে যান মাহিশ থিকসানা।

নিউজিল্যান্ডের হয়ে তিনটি উইকেট শিকার করেছেন ট্রেন্ট বোল্ট। দুটি করে উইকেট নিয়েছেন লকি ফার্গুসন, রাচিন রবীন্দ্র ও মিচেল স্যান্টনার।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img