১৩ অক্টোবর ২০২৪, রবিবার

ব্যর্থতার বৃত্তেই আটকে রইল আর্সেনাল

- Advertisement -

রোববার ইংলিশ প্রিমিয়ার লীগের ১১তম রাউন্ডে লন্ডন ডার্বিতে দুই তারকা স্ট্রাইকার কেন এবং সন এর গোলের ম্যাচে আর্সেনালকে ২-০ তে হারিয়েছে টটেনহ্যাম হটস্পার। এই জয়ের মাধ্যমে লীগ টেবিলের শীর্ষে উঠে এসেছে মরিনহোর শিষ্যরা৷

ম্যাচ শুরুর ১৩তম মিনিটে হ্যারি কেন থেকে পাওয়া বল জালে জড়িয়ে ১-০ এর লিড এনে দেন দক্ষিণ কোরিয়ান স্ট্রাইকার সন৷ প্রথমার্ধের অতিরিক্ত সময়ে টটেনহ্যামের হয়ে দ্বিতীয় গোল করেন হ্যারি কেন।

পুরো ম্যাচ জুড়ে ৭০ ভাগ বল পায়ে রেখেও গোল করায় ব্যর্থ আর্সেনালের স্ট্রাইকাররা।  তুলনামূলক কম আক্রমণ করেও কাজের কাজটা ঠিকই করেছে টটেনহ্যাম।

সর্বশেষ ৫ ম্যাচে আর্তেতার শিষ্যরা জয় পেয়েছে কেবল ১টিতে। অন্যদিকে ৫ ম্যাচের ৪টিতেই জয় পেয়েছে মরিনহো বাহিনী, হারেনি একটি ম্যাচেও।

এদিন টটেনহ্যামের তারকা স্ট্রাইকার হ্যারি কেনের করা গোলটি ছিল তার পেশাদার ক্যারিয়ারের ২৫০তম গোল৷ যার ১১ টি এসেছে চিরপ্রতিদ্বন্দ্বী আর্সেনালের বিপক্ষে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img