ধারবাহিকভাবে ব্যর্থ বাংলাদেশের টপ অর্ডার, ঠিক তখনি আলোচনায় তামিম ইকবাল। বিশ্বকাপে ব্যাটার তামিমকে মিস করছেন কিনা নিজেও জানেন না টাইগার হেডকোচ চন্ডিকা হাথুরুসিংহে।
বুধবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, “তামিম এখানে নেই, তাই তাকে মিস করছি কি না বলা কঠিন। দুর্ভাগ্যবশত, যখন আমরা দল নির্বাচন করি তখন সে খেলার জন্য প্রস্তুত ছিল না। অবশ্যই তার রেকর্ড ভালো কিন্তু এখন যারা আছে, আমরা তাদের ওপরই আস্থা রাখছি”
তবে তামিমকে মিস না করলেও সাকিবের ভারতের বিপক্ষে খেলার ব্যাপারে আশাবাদী হাথুরুসিংহে। টাইগার অধিনায়ক রোহিত শর্মার দলের বিপক্ষে খেলবেন কিনা সিদ্ধান্ত নেবেন শেষমুহুর্তে। তবে এর আগে শর্তও জুড়ে দিয়েছেন হাথুরুসিংহে।
“যদি সাকিব খেলার জন্য শতভাগ প্রস্তুত না থাকে, তাহলে তাকে খেলানো হবে না”– সাকিবের খেলার বিষয়ে বলছিলেন হাথুরুসিংহে

মঙ্গলবার ভারতের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার বলেছিলেন, বাংলাদেশের ভারতকে হারানোর মতো সামর্থ্য নেই। সেই কথারও এদিন জবাব দিয়েছেন টাইগার হেডকোচ। হাথুরুসিংহে মনে করেন, “টাইগাররা সেরা ক্রিকেট খেললে যেকোনো দলকে হারানোর সামর্থ্য রাখে”
ভারতের বিপক্ষে মাঠে নামার আগে একাদশে পরিবর্তন আনার আভাস দিয়েছেন বাংলাদেশের হেডকোচ। উইকেট দেখার পরেই তিনি সিদ্ধান্ত নেবেন একাদশে এক্সট্রা বোলার খেলাবেন কিনা।
“উইকেট আর প্রতিপক্ষের কথা মাথায় রেখে ভারতের বিপক্ষে একাদশে পরিবর্তন আসতে পারে”-হাথুরুসিংহে