১৪ ডিসেম্বর ২০২৪, শনিবার

ব্যাটিংয়ে পাকিস্তান, একাদশে আমির

- Advertisement -

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করবে পাকিস্তান। টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিতে এক মুহুর্তও দেরি করেননি স্বাগতিক অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল।

বিশ্বকাপে এটি পাকিস্তানের প্রথম ম্যাচ। শুরুটা জয় দিয়ে করতে বদ্ধ পরিকর শাহিন আফ্রিদি-নাসিম শাহরা। অন্যদিকে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে যুক্তরাষ্ট্র। প্রথমটিতে কানাডাকে হারিয়ে বিশ্বকাপের শুরুটা দুর্দান্ত করেছে তারা। পাকিস্তান তাদের তুলনায় ধারে ভারে এগিয়ে থাকলেও ভাল কিছু করার প্রত্যয় নিয়েই মাঠে নামবে যুক্তরাষ্ট্র।

টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম সেরা বোলিং লাইন আপ পাকিস্তানের। যেকোনো প্রতিপক্ষকেই গুড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখেন শাহিন-নাসিমরা। যুক্তরাষ্ট্রের বিপক্ষে চার পেসার নিয় মাঠে নামছে পাকিস্তান।

পাকিস্তানের একাদশ:

বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, উসমান খান, আজম খান, ইফতেখার আহমেদ, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, মোহাম্মদ আমির ও হারিস রউফ।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img