১৬ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার

ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই সাকিব

- Advertisement -

বিশ্বকাপে আফগানিস্তানকে হারিয়ে শুরু, এরপর টানা দুই ম্যাচে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের কাছে বড় ব্যবধানে হার। সেই সাথে মরার উপর খাঁড়ার ঘা হয়ে এসেছিল সাকিব আল হাসানের চোট। টাইগার অধিনায়ক ভারতের বিপক্ষে খেলবেন কিনা তা নিয়ে ছিল শঙ্কা। তবে সেই শঙ্কা সত্যি হয়েছে, ভারতের বিপক্ষে খেলছেন না বিশ্বসেরা অলরাউন্ডার। টস করতে এসেছিলেন নাজমুল হোসেন শান্ত।  টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

রোহিত শর্মার দলের বিপক্ষে মাঠে নামার আগে একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। অধিনায়ক সাকিব আল হাসানের পরিবর্তে একাদশে ফিরেছেন নাসুম আহমেদ।  বিশ্বকাপে এখনো পর্যন্ত তেমন কিছুই করতে পারেনি তাসকিন আহমেদ। ভারতের বিপক্ষে ঢাকা এক্সপ্রেসের উপর ভরসা রাখেনি টিম ম্যানেজমেন্ট। তাসকিনের পরিবর্তে ফিরেছেন হাসান মাহমুদ। তার সাথে পেস আক্রমণের দায়িত্ব সামলাবেন শরীফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

বাংলাদেশ একাদশ

লিটন কুমার দাশ, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img