নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নাজমুল হোসেন শান্ত। তৃতীয় ওয়ানডেতে বেশ কয়েকটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। ওয়ানডেতে অভিষেক হয়েছে জাকির হাসানের।
সিরিজের প্রথম ওয়ানডে বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ার পর দ্বিতীয়টিতে হেরেছিল বাংলাদেশ। সেই দুই ম্যাচে অধিনায়কত্ব করা লিটন কুমার দাশ বিশ্রামে যাওয়ায় প্রথমবারের মতো টাইগারদের নেতৃত্ব দেবেন শান্ত। সিরিজে সমতা ফেরাতে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই।
দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের স্পিনার ইশ সোধির ঘূর্ণির কোনো জবাব দিতে পারেনি টাইগার ব্যাটাররা। সিরিজে সমতা ফেরানোর ম্যাচে তাওহীদ হৃদয়-মুশফিকুর রহিমদের হুমকির কারণ হতে পারে রাচীন রবীন্দ্র ও ইশ সোধি। শরীফুল ইসলাম ফেরায় বাংলাদেশের পেস আক্রমণে শক্তি বেড়েছে।
বাংলাদেশ একাদশ:
জাকির হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ ও খালেদ আহমেদ।