নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ক্রিকেটের দীর্ঘ এই ফরম্যাটে টাইগারদের হয়ে অভিষেক হচ্ছে তরুণ ব্যাটার শাহাদত হোসেন দিপুর। এছাড়াও একাদশে ফিরেছেন নাঈম হাসান।
সিলেটের উইকেটে স্পিনাররা সাহায্য পাবে এমন ভাবনায় বাংলাদেশের আগে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়া তা হলফ করে বলাই যায়। এছাড়াও টাইগার একাদশে একমাত্র পেসার হিসেবে শরীফুল ইসলামের থাকা প্রমাণ করে উইকেট কেমন হতে পারে। স্পিনার হিসেবে কিউইদের পরীক্ষা নেবেন তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ ও নাঈম হাসান। কিউইদের বিপক্ষে আট ব্যাটার নিয়ে মাঠে নামছে বাংলাদেশ।
চোট ও ছুটির কারণে নিয়মিত দলের পাঁচ ক্রিকেটার সাকিব আল হাসান, তামিম ইকবাল, লিটন দাস, তাসকিন আহেমদ ও ইবাদত হোসেনকে পাচ্ছে না বাংলাদেশ। তাই বাংলাদেশ এই সিরিজে খেলবে অনেকটা অনভিজ্ঞ দল নিয়ে।
বাংলাদেশ একাদশ:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, মমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদত হোসেন দিপু, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম ও নাঈম হাসান।