২৭ জুলাই ২০২৪, শনিবার

ব্যাটিংয়ে বাংলাদেশ, নাঈমকে নিয়ে কেটেছে শঙ্কা

- Advertisement -

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। প্রথম টেস্টে দাপুটে জয়ের পর নিঃসন্দেহেই সিরিজ জয়ের লক্ষ্যেই মাঠে নামছে নাজমুল হোসেন শান্তর দল। অপরদিকে, শেষ ম্যাচ জিতে সিরিজ ড্র করতে মুখিয়ে আছে টিম সাউদির দল।

প্রথম ম্যাচের একাদশ নিয়েই এ টেস্টে মাঠে নেমেছে বাংলাদেশ। মঙ্গলবার আঙুলে ব্যথা পাওয়ায় নাঈম হাসানের খেলা নিয়ে শঙ্কা থাকলেও চোট কাটিয়ে ঠিকই দলে আছেন এই স্পিনার।

মিরপুরের উইকেটে স্পিনাররা সাহায্য পাবে এমন ভাবনায় বাংলাদেশের আগে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়া তা হলফ করে বলাই যায়। এছাড়াও টাইগার একাদশে একমাত্র পেসার হিসেবে এবারও আছেন শরীফুল ইসলামই। স্পিনার হিসেবে আগের ম্যাচের মতোই এ ম্যাচেও কিউইদের পরীক্ষা নেবেন তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও নাঈম হাসান।

বাংলাদেশ একাদশ: 

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, মমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদত হোসেন দিপু, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম ও নাঈম হাসান।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img