বিশ্বকাপের মূলপর্বের লড়াই শুরু হবে ৫ অক্টোবর। তার আগে প্রস্তুতি ম্যাচ খেলে শেষ মুহুর্তের প্রস্তুতি সেরে নিচ্ছে অংশগ্রহণকারী দলগুলো। এমনই এক ম্যাচে সোমবার ইংল্যান্ডের বিপক্ষে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
এর আগে প্রথম প্রস্তুতি ম্যাচে ৭ উইকেটে শ্রীলঙ্কাকে হারিয়েছিল টাইগাররা। সোমবার কাজটা সহজ হবে না মেহেদী হাসান মিরাজ-তাওহীদ হৃদয়দের। ওয়ানডে ও টি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। আক্রমণাত্মক ব্যাটিং করা জশ বাটলার-লিয়াম লিভিংস্টোনদের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হবে টাইগার বোলারদের।
বাংলাদেশের স্কোয়াড:
লিটন কুমার দাশ, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।