প্রায় সত্তর হাজার ভিরাট কোহলি উপস্থিত ইডেন গার্ডেনে, সময়ের সাথে সাথে সংখ্যাটা আরও বাড়বে। প্রশ্ন জাগতে পারে, একই জায়গায় একইসাথে সত্তর হাজার কোহলির উপস্থিতি কেমনে সম্ভব? উত্তর হলো, ইডেনে উপস্থিত দর্শকদের মুখে আজকে থাকবে ভিরাটের মুখোশ, কিং এর জন্মদিন বলে কথা।
বলা হচ্ছে, ভারত-সাউথ আফ্রিকার মধ্যকার এই ম্যাচ ফাইনালের আগেই আরেক ফাইনাল। জমজমাট লড়াইয়ের অপেক্ষায় কলকাতা, টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে রোহিতও জানিয়ে দিয়েছেন তারা অন্তত দর্শকদের নিরাশ করতে চান না। স্কোরবোর্ডে বড় রান তুলেই চ্যালেঞ্জ ছুড়ে দিতে চান প্রতিপক্ষকে।
ভারত-সাউথ আফ্রিকা দুই দলেরই সেমিফাইনাল নিশ্চিত। চাইলেই একজন দুজনকে বসিয়ে একাদশের বাইরে থাকা কাউকে না কাউকে খেলানো যেতো। তবে দুই দলের কেউই সেই ঝুঁকি নেননি। নিজেদের সেরা একাদশ নিয়েই মাঠে নামছে রোহিত শর্মা-টেম্বা বাভুমার দল, সাউথ আফ্রিকা একাদশে ফিরেছেন তাবরাইজ শামসি।