১৬ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার

ব্যাটিং অর্ডার ওলট-পালটের কারণ জানালেন সাকিব

- Advertisement -

বিশ্বকাপে প্রথম চার ম্যাচে প্রত্যাশিত ফল পায়নি বাংলাদেশ। প্রতিটি ম্যাচেই ক্রিকেটারদের বিভিন্ন পজিশনে ব্যাটিং করতে দেখা গেছে। যা নিয়ে টাইগার হেডকোচ চন্ডিকা হাথুরুসিংহে ও অধিনায়ক সাকিব আল হাসানের সমালোচনা করছেন ক্রিকেট বিশ্লেষকরা।

এশিয়া কাপে মেহেদী হাসান মিরাজকে দিয়ে ওপেনিং করিয়েছিল টিম ম্যানেজমেন্ট। উপরে ব্যাটিং করার সুযোগ পেয়ে সেঞ্চুরি করেন মিরাজ। তাতেই এই অলরাউন্ডারকে উপরে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট। যার কারণে মুশফিকুর রহিম-তাওহীদ হৃদয়দের পজিশনেও আসে পরিবর্তন।

এই বিষয়ে সাকিব বলেন, “মিরাজকে উপরে উঠানোর কারণ, আফগানিস্তানের সাথে এশিয়া কাপে ওপেনিংয়ে যখন একশো করল। তখন থেকে আমাদের প্ল্যান ছিল আফগানিস্তানের বিপক্ষে আবারও উপরে ব্যাটিং করবে। এর ভিতরে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার সাথে প্র্যাকটিস ম্যাচ হলো, ও ভালো ব্যাটিং করেছে। স্বাভাবিকভাবে একজন ব্যাটার যখন ভালো ব্যাটিং করল, ফর্মে আছে আপনি তখন অবশ্যই চেষ্টা করবেন সুযোগ দেওয়া যায়। সেই চিন্তা থেকে ওকে উপরে ব্যাটিং করানো”

সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান

মিরাজের উপরে উঠে আসায় নিচে নেমে যেতে হচ্ছে মাহমুদউল্লাহ রিয়াদ-নাজমুল হোসেন শান্তদের। যার কারণে তারা নিজেদের সেরাটা দিতে পারছে না বলে মনে করেন অনেকেই।

“আমরা ভাবছি পেপারে যারা আমাদের ভালো ব্যাটসম্যান হয়তো তারা পরের দিকে ব্যাটিং করছে। আমার কাছেও সেটা মনে হয়, একটু পরের দিকে হয়ে যাচ্ছে। সেই জিনিসটা আবার যদি উল্টোভাবে চিন্তা করেন, তারা উপরে আসলে কেউ কি গ্যারান্টি দিতে পারবে ওরা রান করবে। যদি না করে তখন কি মনে হবে? তারা আগের জায়গায় ভালো ছিল”-বলছিলেন সাকিব

মঙ্গলবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সাউথ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img