২ ডিসেম্বর ২০২৪, সোমবার

ব্যাটিং দেখে মনেই হয়নি জয় নতুন প্লেয়ার: মিরাজ

- Advertisement -

নিজে তিন উইকেট নিয়েছেন। তবে তাকে ছাপিয়েও যে তিনজন বাংলাদেশের আজ এই ভালো দিনটির বিজ্ঞাপন হয়ে আছেন তাদের একজন নাজমুল শান্তর অনূর্ধ্ব-১৯ অধিনায়ক ছিলেন তিনি। বাকি দুজন শরিফুল ইসলাম ও মাহমুদুল হাসান জয় তার জুনিয়র। দিনশেষে সংবাদ সম্মেলনে এসে তিনজনেরই প্রশংসায় ভাসলেন মেহেদী হাসান মিরাজ।

“যখন দিন শুরু করেছিলাম, ওদের বাকি ৫ উইকেট নেওয়াটা খুব প্রয়োজন ছিলো। শরিফুল যে উইকেটটি নিয়েছে সেখান থেকেই আমাদের টোন সেট হয়ে গেছে। বহুদিন থেকেই আমাদের উপর থেকে কোন রান আসছিলো না। জয় এবং শান্ত যে পার্টনারশিপ করেছে ১০০ রানের সেটি আমাদের জন্য খুব আত্মবিশ্বাস যোগাবে। তবে এখনও আমাদের অনেক কাজ বাকি আছে।”- সংবাদ সম্মেলনে বলেছেন মিরাজ

শরিফুল প্রথম উইকেট নিয়ে পাইয়ে দিয়েছেন ছন্দ!

টিম সাউদি-ট্রেন্ট বোল্ট-কাইল জেমিসন-নিল ওয়াগনার; টেস্ট চ্যাম্পিয়নশিপ শিরোপাকে ধর্তব্যে রেখে বলতে গেলে বিশ্বের সেরা টেস্ট বোলিং লাইনআপ! তাদের সামলে নবাগত মাহমুদুল জয় মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নেমে ২১১ বলে ৭০ রান করেছে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী জয় সম্পর্কে আলাদা মুগ্ধতা ঝড়েছে মিরাজের কন্ঠে।

“জয় অনেক ভালো ব্যাট করেছে, সময় নিয়েছে। ও যে নতুন প্লেয়ার, তা ব্যাটিং দেখে মনেই হচ্ছিলো না। এবং আমরা জানি যে জয় খুব ভালো প্লেয়ার কারণ সে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলটির সদস্য ছিলো, সেখানেও ভালো খেলেছে। এরপর ঘরোয়া ক্রিকেটেও ভালো খেলেই এখানে এসেছে। দলের সবাই ওর ইনিংসে খুশি তবে আমি মনে করি ও যেহেতু নতুন ওকে আরো ধারাবাহিকভাবে ভালো খেলতে হবে দলের জন্য।” 

জয় করেছেন ফিফটি, করেছেন ‘ক্যারি দ্য ব্যাট থ্রুআউট দ্য ডে’

উইকেট কোনভাবেই স্পিন সহায়ক নয়, সেখানেও ৫ উইকেট গেছে স্পিনারদের ঝুলিতে। মিরাজের ৩ উইকেটের পাশাপাশি মুমিনুল নিয়েছেন ২টি। মিরাজ জানিয়েছেন, উইকেট নেওয়ার চেয়ে রান আটকানোই ছিলো স্পিনারদের মূল লক্ষ্য!

মেহেদী মিরাজ নিয়েছেন ৩ উইকেট

“প্রথম সেশনে আমরা খুবই ভালো করেছি বেশি কৃতিত্ব পেসারদের। তারা উইকেটগুলো তুলে নিয়েছে। তবে উইকেটে স্পিনারদের জন্য সহজ ছিলো না। আমি শুধু ভেবেছিলাম যদি ইকনোমি রেট তিনের নিচে রাখতে পারি তাহলে ভালো হবে”

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img